ETV Bharat / sitara

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি সরোজ খান - Saroj tests COVID negative

শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি সরোজ খান । শনিবার থেকে সেখানেই চিকিৎসাধীন তিনি । তাঁর কোরোনা পরীক্ষাও করা হয়েছে । রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে পরিবারের তরফে ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 24, 2020, 6:58 AM IST

মুম্বই : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি সরোজ খান । মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শনিবার ভরতি করা হয় তাঁকে । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয়েছে । রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে পরিবারের তরফে ।

পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল 71 বছর বয়সি এই কোরিওগ্রাফারের । এরপর সঙ্গে সঙ্গে শনিবার তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । তবে এখন তিনি ভালো আছেন । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন । তাঁর কোরোনা পরীক্ষাও হয়েছে । রিপোর্ট নেগেটিভ এসেছে । তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায়নি । দু-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবেও জানানো হয়েছে ।

বলিউডের কোরিয়োগ্রাফার হিসেবে যথেষ্ট খ্যাতি লাভ করেন সরোজ খান । 1983 সালে জ্যাকি শ্রফ ও মীণাক্ষি শেষাদ্রির 'হিরো' ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সরোজ । এরপর 'মিস্টার ইন্ডিয়া', 'চাঁদনি', 'বেটা', 'তেজাব', 'নাগিনা', 'ডর', 'বাজ়িগর', 'আঞ্জাম', 'মোহরা', 'দেবদাস', 'লগান', 'সোলজার', 'তাল', 'সাথিয়া', 'স্বদেশ', 'এবিসিডি' সহ একাধিক ছবিতে কোরিওগ্রাফি করেছেন তিনি ।

gf
.

মাধুরি দীক্ষিতের 'নাচের গুরু' হিসেবেও পরিচিত তিনি । কাজ করেছেন হালফিলের কঙ্গনা রানওয়াতের 'মণিকর্নিকা' বা করণ জোহরের 'কলঙ্ক' ছবিতেও ।

মুম্বই : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি সরোজ খান । মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শনিবার ভরতি করা হয় তাঁকে । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয়েছে । রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে পরিবারের তরফে ।

পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল 71 বছর বয়সি এই কোরিওগ্রাফারের । এরপর সঙ্গে সঙ্গে শনিবার তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । তবে এখন তিনি ভালো আছেন । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন । তাঁর কোরোনা পরীক্ষাও হয়েছে । রিপোর্ট নেগেটিভ এসেছে । তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায়নি । দু-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবেও জানানো হয়েছে ।

বলিউডের কোরিয়োগ্রাফার হিসেবে যথেষ্ট খ্যাতি লাভ করেন সরোজ খান । 1983 সালে জ্যাকি শ্রফ ও মীণাক্ষি শেষাদ্রির 'হিরো' ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সরোজ । এরপর 'মিস্টার ইন্ডিয়া', 'চাঁদনি', 'বেটা', 'তেজাব', 'নাগিনা', 'ডর', 'বাজ়িগর', 'আঞ্জাম', 'মোহরা', 'দেবদাস', 'লগান', 'সোলজার', 'তাল', 'সাথিয়া', 'স্বদেশ', 'এবিসিডি' সহ একাধিক ছবিতে কোরিওগ্রাফি করেছেন তিনি ।

gf
.

মাধুরি দীক্ষিতের 'নাচের গুরু' হিসেবেও পরিচিত তিনি । কাজ করেছেন হালফিলের কঙ্গনা রানওয়াতের 'মণিকর্নিকা' বা করণ জোহরের 'কলঙ্ক' ছবিতেও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.