মুম্বই : লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল শুটিং । এছাড়া বন্ধ রাখা হয়েছিল পোস্ট প্রোডাকশনের কাজও । তবে এবার পুরো দমে শুরু হতে চলেছে সব কাজ । আর তাই আগামীকাল থেকেই শুরু করা হবে 'সর্দার উধম সিং'-এর পোস্ট প্রোডাকশনের কাজ । আজ একথা নিশ্চিত করেন ভিকি কৌশল ও সুজিত সরকার দু'জনেই ।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি । শুটিংয়ের সময় সুজিতের সঙ্গে তোলা পুরোনো একটি ছবি আজ সকালে ইনস্টাগ্রামে পোস্ট করেন ভিকি । তার ক্যাপশনে লেখেন, "যখন প্রকৃতি ইঙ্গিত দিয়েছিল, আমরা শুনেছিলাম ...এখন, আবারও একটা আহ্বান এসেছে, একটি উত্তেজনা, ফের চালু করার খিদে, এই অনুভূতির সঙ্গে...আমরা আবার শুরু করব, আবার...সর্দার উধম সিংহ । পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ 8 জুন থেকে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ওই একই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সুজিতও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গত বছর জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের 100 বছর পূরণ হয়েছে । সেই বিষয়কে মাথায় রেখেই সর্দার উধম সিংয়ের বায়োপিক আনতে চলেছেন নির্মাতারা । গল্প লিখেছেন রিতেশ শাহ ও শুভেন্দু ভট্টাচার্য । সান ফিল্মস প্রোডাকশন হাউজ় রয়েছে প্রযোজনার দায়িত্বে ।
সর্দার উধম সিং । 1919 সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের নৃশংসতার বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন । সেই মতোই বিদেশে পাড়ি দেন । ফিরে এসে হত্যা করেছিলেন মাইকেল ও'ডয়ারকে । জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সময় পঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল । এই হত্যার অপরাধে 1940 সালে ফাঁসি হয় উধম সিংয়ের ।
ইতিমধ্যেই শুটিং শুরু করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার । সেই অনুমতি পেয়েই শুটিংয়ের কাজও শুরু করতে চলেছেন 'সর্দার উধম সিং'-এর নির্মাতারা ।