ETV Bharat / sitara

উৎকল দিবসের শুভেচ্ছা, ওড়িশি নাচের ভিডিয়ো শেয়ার সারার - odissi dance

কোয়ারেন্টাইনে ঘরে বসে ইনস্টাগ্রামে ওড়িশি নাচের ভিডিয়ো শেয়ার করলেন সারা আলি খান ।

dfg
dfg
author img

By

Published : Apr 2, 2020, 3:17 PM IST

Updated : Apr 3, 2020, 11:20 AM IST

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর এর মধ্যেই নিজেদের একের একের পর পুরোনো ছবি পোস্ট করে চলেছেন তাঁরা । বাদ যাননি সারা আলি খানও । ওড়িশি নাচের ভিডিয়ো শেয়ার করলেন তিনি ।

উৎকল দিবসের শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে ওড়িশি নাচের ভিডিয়ো শেয়ার করেন সারা । সেখানে পিঙ্ক সালওয়ার সুট পরে নাচতে দেখা গিয়েছে তাঁকে ।

নাচের ভিডিয়ো শেয়ারের সঙ্গে সঙ্গেই একের পর এক কমেন্ট ও লাইক করতে শুরু করেন ফ্যানরা । কয়েক মিনিটের মধ্যেই লাইকের সংখ্যা ছাড়ায় কয়েক মিলিয়ন ।

কাজের দিক থেকে শেষবার পরিচালক ইমতিয়াজ় আলির 'লাভ আজ কাল' ছবিতে দেখা গিয়েছিল সারাকে । সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

এরপর 'কুলি নম্বর ১'-এর মতো ছবি রয়েছে তাঁর হাতে । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । 1995 সালে মুক্তি পাওয়া 'কুলি নম্বর ১' সিনেমার রিমেক এটি । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দা ।

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । আর এর মধ্যেই নিজেদের একের একের পর পুরোনো ছবি পোস্ট করে চলেছেন তাঁরা । বাদ যাননি সারা আলি খানও । ওড়িশি নাচের ভিডিয়ো শেয়ার করলেন তিনি ।

উৎকল দিবসের শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে ওড়িশি নাচের ভিডিয়ো শেয়ার করেন সারা । সেখানে পিঙ্ক সালওয়ার সুট পরে নাচতে দেখা গিয়েছে তাঁকে ।

নাচের ভিডিয়ো শেয়ারের সঙ্গে সঙ্গেই একের পর এক কমেন্ট ও লাইক করতে শুরু করেন ফ্যানরা । কয়েক মিনিটের মধ্যেই লাইকের সংখ্যা ছাড়ায় কয়েক মিলিয়ন ।

কাজের দিক থেকে শেষবার পরিচালক ইমতিয়াজ় আলির 'লাভ আজ কাল' ছবিতে দেখা গিয়েছিল সারাকে । সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

এরপর 'কুলি নম্বর ১'-এর মতো ছবি রয়েছে তাঁর হাতে । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । 1995 সালে মুক্তি পাওয়া 'কুলি নম্বর ১' সিনেমার রিমেক এটি । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দা ।

Last Updated : Apr 3, 2020, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.