ETV Bharat / sitara

আগে দেখেছেন এই অভিনেত্রীকে ? - সারা আলি খানের খবর

বরুণ নয়, নার্স বরুণা ধাওয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সারা আলি খান । কী ব্যাপার বলুন তো ?

varun dhawan in coolie number one
varun dhawan in coolie number one
author img

By

Published : Dec 17, 2020, 7:59 PM IST

মুম্বই : 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলার দেখেছেন ? সেখানে বরুণ ধাওয়ানকে দেখা গেছে এক মহিলা বেশে । একজন নার্সের মেকআপ করে কিছু সময়ের জন্য অভিনয় করেছেন অভিনেতা । বরুণের বরুণা হয়ে ওঠার জার্নিটাই শেয়ার করলেন সারা আলি খান ।

এটাকে BTS বা বিহাইন্ড দ্য সিন বলা যেতে পারে । নার্সের মেকআপ নেওয়ার সময় তোলা একটি ভিডিয়ো শেয়ার করেছেন সারা ।

বরুণ যেখানে চুপ করে বসে মহিলার বেশ ধারণ করছেন, সেখানে সারা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করে যাচ্ছেন, টুকটাক ছড়া কাটছেন । 'কুলি নম্বর ওয়ান'-এর সেটের পরিবেশটাও ফুটে উঠেছে এই ভিডিয়োতে ।

ক্যাপশনে সারা লিখেছেন, "হটেস্ট নার্স বরুণা ধাওয়ানের সঙ্গে দেখা করুন .." দেখে নিন ভিডিয়ো

25 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ডেভিড ধাওয়ান পরিচালিত 'কুলি নম্বর ওয়ান' । বরুণের বিপরীতে রয়েছেন সারা আলি খান । অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল ।

মুম্বই : 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলার দেখেছেন ? সেখানে বরুণ ধাওয়ানকে দেখা গেছে এক মহিলা বেশে । একজন নার্সের মেকআপ করে কিছু সময়ের জন্য অভিনয় করেছেন অভিনেতা । বরুণের বরুণা হয়ে ওঠার জার্নিটাই শেয়ার করলেন সারা আলি খান ।

এটাকে BTS বা বিহাইন্ড দ্য সিন বলা যেতে পারে । নার্সের মেকআপ নেওয়ার সময় তোলা একটি ভিডিয়ো শেয়ার করেছেন সারা ।

বরুণ যেখানে চুপ করে বসে মহিলার বেশ ধারণ করছেন, সেখানে সারা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করে যাচ্ছেন, টুকটাক ছড়া কাটছেন । 'কুলি নম্বর ওয়ান'-এর সেটের পরিবেশটাও ফুটে উঠেছে এই ভিডিয়োতে ।

ক্যাপশনে সারা লিখেছেন, "হটেস্ট নার্স বরুণা ধাওয়ানের সঙ্গে দেখা করুন .." দেখে নিন ভিডিয়ো

25 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ডেভিড ধাওয়ান পরিচালিত 'কুলি নম্বর ওয়ান' । বরুণের বিপরীতে রয়েছেন সারা আলি খান । অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.