মুম্বই : বিশ্ব স্বাস্থ্য দিবসে একটা মন ভালো করা নাচের ভিডিয়ো শেয়ার করলেন সারা আলি খান । যদিও সেটা থ্রোব্যাক, তবুও সারার এই উচ্ছ্বাসপূর্ণ নাচ দেখে মন ভালো হতে বাধ্য নেটিজেনদের ।
এই বিশ্ব স্বাস্থ্য দিবসে এমনই একটা ভিডিয়ো দিয়ে সকলকে সুস্থ থাকার, ভালো থাকার কথা বললেন সারা । লিখলেন, "কারণ হ্যাপি = সুস্থ । তাই সবাইকে হ্যাপি ওয়ার্ল্ড হেল্থ ডে । সবাই মোটিভেটেড থাকুন, পজ়িটিভ থাকুন, সেটাই একমাত্র উপায় ।"
এই সঙ্গে বাড়িতে থাকার উপদেশও দিলেন সারা । বললেন, "এখন তো আরও পজ়িটিভ থাকতে হবে আমাদের । কারণ আমরা বাড়িতে আছি । স্টে সেফ, স্টে হোম,স্টে ফিট ।"
ঠান্ডা পোশাকে ঢাকা সারার সেই প্রাণবন্ত নাচ দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আপাতত বাড়িতে মা-ভাইয়ের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন সারা । কোরোনা মোকাবিলায় PM কেয়ার্স ফান্ডে অনুদানও দিয়েছেন তিনি । শুধু তিনিই নন, বাবা সইফ আলি খান ও করিনা কাপুরও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন তহবিলে এক বিশাল অঙ্কের টাকা অনুদান দিয়েছেন ।