বারাণসী : আপকামিং ছবি 'আতরাঙ্গি রে'-র শুটিং নিয়ে এখন খুবই ব্যস্ত সারা আলি খান । শুটিংয়ের জন্য বারাণসীতে যান তিনি । সেখানে মা অমৃতা সিংয়ের সঙ্গে কাশি বিশ্বনাথের মন্দিরে যান । এমনকী, গঙ্গা আরতিও দেখেন । যদিও সারার কাশি বিশ্বনাথের মন্দিরে যাওয়ার বিষয়টি মোটেই ভালো ভাবে নেননি স্থানীয় পণ্ডিত ও সাধুরা । সারার উপর বেজায় চটে রয়েছেন তাঁরা ।
'আতরাঙ্গি রে'-র শুটিং চলছে বারাণসীতে । যার জন্য এখন সেখানেই রয়েছেন সারা । এরই মধ্যে শুটিংয়ের ফাঁকে মায়ের সঙ্গে কাশি বিশ্বনাথের মন্দিরে যান তিনি । সোশাল মিডিয়ায় কাশি বিশ্বনাথের মন্দিরে যাওয়ার ছবিও শেয়ার করেন । আর সেখানেই বাধে বিপত্তি । একজন মুসলিম যুবতি কীভাবে ওই মন্দিরে পা রাখলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে কাশি বিকাশ সমিতি ।
এ প্রসঙ্গে কাশি বিকাশ সমিতির সেক্রেটারি চন্দ্র শেখর কাপুর বলেন, "অভিনেতারা যে মন্দিরে প্রবেশ করছেন সেটা ঐতিহ্য বিরোধী । মন্দিরে ঢোকার রাস্তার সামনেই একটি সাইনবোর্ড লাগানো রয়েছে । যেখানে পরিষ্কার লেখা রয়েছে কোনও অ-হিন্দুই ঢুকতে পারবেন না মন্দিরে । সেখানে সারা কীভাবে ঢুকছেন ? এটা মন্দিরের নিরাপত্তার বিষয় ।"
ভালো দক্ষিণার আশাতেই হয়তো তাঁকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছিল বলে মনে করেন চন্দ্র শেখর । যাঁরা সারাকে মন্দিরে ঢুকতে দিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন তিনি ।
যদিও এই পরিস্থিতিতে দাঁড়িয়েই সারার প্রশংসা করেছেন বেশ কয়েক পুরোহিত । রাকেশ মিশ্র নামে এক পুরোহিত বলেন, "হিন্দু ধর্মের প্রতি সারার ভালোবাসাকে আমরা সমর্থন করি । তাহলেও তিনি একজন মুসলিম । যার কারণে কোনওভাবেই হিন্দু রীতি পালনে অংশগ্রহণ করতে পারবেন না । করা ঠিক নয় । তাঁর কাছে এসব কিছুই আকর্ষণীয় ও আনন্দের বিষয় । কিন্তু, আমাদের কাছে এটা ধর্মীয় বিষয় ।" আবার কেউ বলেন, সারার মা হিন্দু । অভিনেত্রী তাঁর মায়ের সঙ্গেই মন্দিরে এসেছিলেন ।
যাই হোক না কেন শেষবার সারাকে দেখা গিয়েছিল 'লাভ আজ কাল 2' ছবিতে । সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । সম্প্রতি শেষ হয়েছে 'কুলি নম্বর ১'-এর শুটিং । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।