মুম্বই : সারা আলি খান ও কার্তিক আরিয়ান অভিনীত আপকামিং 'লাভ আজ কাল' মুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি । তার আগে ইনস্টাগ্রামে পরিচালক ইমতিয়াজ় আলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করলেন সারা । ছবির ক্যাপশনে মজা করে একটি কবিতা লেখেন তিনি ।
ছবিতে একটি বাইকের উপর বসে রয়েছেন ইমতিয়াজ় ও সারা । চালকের আসনেই রয়েছেন সারা । আর তাঁর পিছনে রয়েছেন পরিচালক । সম্ভবত সারাকে কোনও বিষয় বোঝাচ্ছিলেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'লাভ আজ কাল'। তার আগে ছবির প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত সারা ও কার্তিক । দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার সারছেন তাঁরা । কখনও আমেদাবাদ, কখনও জয়পুর আবার দিল্লি । প্রচারের পাশাপাশি ইনস্টাগ্রামে একাধিক ছবিও পোস্ট করেন সারা । আর বেশিরভাগ ছবিতেই তাঁকে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে দেখা গেছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে এটাই প্রথমবার নয় । এর আগেও মা অমৃতা সিংয়ের সঙ্গে তোলা একটি ছবি পোসট করে কবিতা লিখেছিলেন সারা । আসলে কীভাবে দর্শকদের মন জয় করতে হয় তা ভালোই জানেন এই অভিনেত্রী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'লাভ আজ কাল' ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা গেছে কার্তিককে । তাঁর 1990 সালের যে চরিত্র তুলে ধরা হয়েছে তার নাম রঘু ও 2020 সালের চরিত্রর নাম ভির । ভিরের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন জ়োই । এছাড়া এই ছবিতে কাজ করেছেন আরুশি শর্মা । রঘুর ছোটোবেলার বান্ধবী লীনার চরিত্রে দেখা গেছে তাঁকে ।
'লাভ আজ কাল' আসলে 2009 সালে মুক্তি পাওয়া 'লাভ আজ কাল'-এর সিকুয়েল । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সইফ আলি খান ও দীপিকা পাডুকোন । ওই ছবিও পরিচালনা করেছিলেন ইমতিয়াজ় আলি । এবার সারা ও কার্তিকের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন কতটা জয় করতে এখন সেটাই দেখার ।