ETV Bharat / sitara

যোগায় মগ্ন সারা, সঙ্গী ভাই - Sara yoga time

রবিবার ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে যোগা করতে দেখা গেল সারা আলি খানকে । ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইব্রাহিম । ক্যাপশনে লেখেন, "রবিবারের যোগা"।

sdf
sdf
author img

By

Published : Jun 8, 2020, 4:02 PM IST

Updated : Jun 8, 2020, 4:22 PM IST

মুম্বই : শুটিং না থাকলে পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় সারা আলি খানকে । বাদ গেল না রবিবার দিনও । ওইদিন সকালে ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে যোগা করতে দেখা গেল তাঁকে । আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইব্রাহিম ।

আয়নার সামনে দুটি যোগা ম্যাটের উপর বসে রয়েছেন ভাই-বোন । আর সেখানেই বসে একই ভঙ্গিতে যোগা করছেন তাঁরা । ঠিক তাঁদের সামনে বসে রয়েছে পোষ্য । যেন ইব্রাহিম ও সারা ঠিক করে যোগা করছেন কি না সেটাই দেখছে সে ।

এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইব্রাহিম । ছবির ক্যাপশনে লেখেন, "রবিবারের যোগা"।

লকডাউনের মধ্যে শুটিং না থাকায় বাড়িতেই সময় কাটাচ্ছিলেন সারা । এই সময় ভাইয়ের সঙ্গে বেশি সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করে ফ্যানদের আপডেট দেন তিনি । এমনকী, ভাইয়ের সঙ্গে কাটানো ছেলেবেলার মুহূর্তগুলোও মাঝে মধ্যেই শেয়ার করেন ফ্যানদের সঙ্গে ।

2018-তে অভিনয়ে পা রাখেন সারা । শেষবার ইমতিয়াজ় আলি পরিচালিত 'লাভ আজ কাল 2' ছবিতে দেখা গিয়েছে তাঁকে । সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । তবে বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি এই ছবি । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । পরিচালনায় ডেভিড ধাওয়ান । এছাড়া অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে 'অতরঙ্গি রে' ছবিতে অভিনয় করবেন তিনি ।

মুম্বই : শুটিং না থাকলে পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় সারা আলি খানকে । বাদ গেল না রবিবার দিনও । ওইদিন সকালে ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে যোগা করতে দেখা গেল তাঁকে । আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইব্রাহিম ।

আয়নার সামনে দুটি যোগা ম্যাটের উপর বসে রয়েছেন ভাই-বোন । আর সেখানেই বসে একই ভঙ্গিতে যোগা করছেন তাঁরা । ঠিক তাঁদের সামনে বসে রয়েছে পোষ্য । যেন ইব্রাহিম ও সারা ঠিক করে যোগা করছেন কি না সেটাই দেখছে সে ।

এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইব্রাহিম । ছবির ক্যাপশনে লেখেন, "রবিবারের যোগা"।

লকডাউনের মধ্যে শুটিং না থাকায় বাড়িতেই সময় কাটাচ্ছিলেন সারা । এই সময় ভাইয়ের সঙ্গে বেশি সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করে ফ্যানদের আপডেট দেন তিনি । এমনকী, ভাইয়ের সঙ্গে কাটানো ছেলেবেলার মুহূর্তগুলোও মাঝে মধ্যেই শেয়ার করেন ফ্যানদের সঙ্গে ।

2018-তে অভিনয়ে পা রাখেন সারা । শেষবার ইমতিয়াজ় আলি পরিচালিত 'লাভ আজ কাল 2' ছবিতে দেখা গিয়েছে তাঁকে । সেখানে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । তবে বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি এই ছবি । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'কুলি নম্বর 1' ছবিটি । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । পরিচালনায় ডেভিড ধাওয়ান । এছাড়া অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে 'অতরঙ্গি রে' ছবিতে অভিনয় করবেন তিনি ।

Last Updated : Jun 8, 2020, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.