মুম্বই : আজ বলিউড অভিনেত্রী সারা আলি খানের জন্মদিন । 24 দিনে পা দিলেন সেইফ কন্যা । জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে সোশাল মিডিয়ায় প্রকাশ করলেন তাঁর পরবর্তী ছবি 'কুলি নম্বর ১'-র পোস্টার । সঙ্গে সামনে এল ছবিতে বরুণ ও সারার ফার্স্ট লুকও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবি শেয়ার করে সারা লেখেন, "আমাকে শুভ জন্মদিন । হ্যাঁ, আজ আমার জন্মদিন । হ্যাঁ, আমি নিজের পোস্টার নিয়ে এসেছি । জন্মদিনের দিন নিজের কথা রেখেছি । সবার এটা পছন্দ হয়েছে । সারার শায়েরি সবসময় খুব ভালো ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গতকাল 'কুলি নম্বর ১'-র একটি মোশন পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান । সঙ্গে তিনি জানিয়েছিলেন আজ ফার্স্ট লুক সামনে আসবে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিটি গোবিন্দা ও করিশ্মার 'কুলি নম্বর ১'-র রিমেক । ডেভিড ধাওয়ানের পরিচালনায় ছবিটি 1 মে, 2020-তে মুক্তি পাবে ।
জন্মদিনে সারা আলি খানকে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার তরফে ।