মুম্বই : কোনও ছবি তৈরি করা মুখের কথা নয় । অনেক মানুষকে একসঙ্গে নিয়ে চলতে হয় বেশ কয়েকদিন আর বাজেটের কারণে সময় নিয়ে একটা সীমাবদ্ধতা থাকে সব সময় । তাই ভালো খারাপ সমস্ত অভিজ্ঞতাই হতে পারে শুটিং চলাকালীন । 'কুলি নম্বর ওয়ান' ছবির সেটে পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে তেমনই একটি তিক্ত অভিজ্ঞতা হয় সারার ।
"আমরা একটি গানের শুটিং করছিলাম । আমি রেডি হয়ে গেছিলাম । তবে আমার কস্টিউমে কিছু একটা লাগানোর কথা ছিল । সেটা সময় নিচ্ছিল । তাই ডেভিড স্যার বিরক্ত হয়ে আমার উপরে চিৎকার করেন ।", বলেন সারা ।
এক পরিচালক তাঁর অভিনেত্রীর উপর চেঁচিয়েছেন এটা নতুন কিছু নয় । সবাই কমবেশি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান । তবে সারা বিষয়টি ভালোভাবে নেননি ।
তিনি বলেন, "আসলে বরুণ ওঁর ভ্যানে কস্টিউম নিয়ে অনেক সময় লাগাচ্ছিল । শুটিংয়ে দেরি হচ্ছিল । সেটা নিয়ে ডেভিড স্যার আপসেট হয়ে পড়েছিলেন । কিন্তু, বরুণকে কিছু না বলে উনি আমার উপর দিয়ে রাগটা বের করতে চেয়েছিলেন । সেটায় আমার আপত্তি ছিল । তবে পরে সব ঠিক হয়ে যায় ।"
'কুলি নম্বর ওয়ান' মূলত বরুণেরই ছবি । সারাকে খুব অল্প সময়ের জন্য দেখা গেছে ছবিতে । তবে সেই নিয়ে আক্ষেপ নেই তাঁর । রণবীর সিং বা বরুণ ধাওয়ানের মতো তারকাদের সঙ্গে এই ধরনের তুলনা করতে চান না নবাগতা সারা ।