ETV Bharat / sitara

'প্রথম প্রেমের' কাছে ফিরলেন সারা - সারা আলি খানের খবর

কোরোনা আর লকডাউনের কারণে প্রথম প্রেমের থেকে অনেকদিন দূরে থাকতে হয়েছিল সারা আলি খানকে । একটু সুযোগ হতেই তাই দেখা করে ফেললেন অভিনেত্রী ।

Sara Ali Khan resumes shoot
Sara Ali Khan resumes shoot
author img

By

Published : Aug 26, 2020, 3:42 PM IST

মুম্বই : সারা আলি খানের প্রথম প্রেম হল ক্যামেরা । সেদিকে তাকিয়েই এতগুলো বছর নিজেকে একটু একটু করে তৈরি করেছেন সারা । লকডাউনের কারণে হয়তো সাময়িক বিচ্ছেদ হয়েছিল, তবে একটু সুযোগ হতেই ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী । শুরু করলেন শুটিং ।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যামেরার একটি ছবি শেয়ার করেছেন সারা । বোঝাই যাচ্ছে সেটা কোনও শুটিং ফ্লোরে তোলা । ক্যাপশনে তিনি লিখেছেন, "ফাইনালি আমার জীবনের প্রথম প্রেমের কাছে ফিরলাম ।"

শুটিং ফ্লোরে ফিরে সারা যে কতটা খুশি সেটা বোঝা গেল তাঁর এই পোস্টে । আর হবে নাই বা কেন ? সেই ছোটোবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন তো তাড়িয়ে বেরিয়েছে তাঁকে ।

Sara Ali Khan resumes shoot
.

সারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লভ আজ কাল' । ছবিটি সাফল্য পায়নি হয়তো, তবে এই কয়েক বছরেই সারা নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে । খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে 'অতরঙ্গী রে' ছবিতে ।

মুম্বই : সারা আলি খানের প্রথম প্রেম হল ক্যামেরা । সেদিকে তাকিয়েই এতগুলো বছর নিজেকে একটু একটু করে তৈরি করেছেন সারা । লকডাউনের কারণে হয়তো সাময়িক বিচ্ছেদ হয়েছিল, তবে একটু সুযোগ হতেই ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী । শুরু করলেন শুটিং ।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যামেরার একটি ছবি শেয়ার করেছেন সারা । বোঝাই যাচ্ছে সেটা কোনও শুটিং ফ্লোরে তোলা । ক্যাপশনে তিনি লিখেছেন, "ফাইনালি আমার জীবনের প্রথম প্রেমের কাছে ফিরলাম ।"

শুটিং ফ্লোরে ফিরে সারা যে কতটা খুশি সেটা বোঝা গেল তাঁর এই পোস্টে । আর হবে নাই বা কেন ? সেই ছোটোবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন তো তাড়িয়ে বেরিয়েছে তাঁকে ।

Sara Ali Khan resumes shoot
.

সারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লভ আজ কাল' । ছবিটি সাফল্য পায়নি হয়তো, তবে এই কয়েক বছরেই সারা নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে । খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে অক্ষয় কুমার আর ধনুশের সঙ্গে 'অতরঙ্গী রে' ছবিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.