ETV Bharat / sitara

থ্রোব্যাক ছবি পোস্ট করে স্মৃতিচারণে ব্যস্ত নবাব কন্যা সারা - sara ali khan

লকডাউনে ঘরবন্দি সবাই সেলেব মহলেও তার বিকল্প হয়নি । তাই বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করলেন সারা আলি খান । সোশ্য়াল মিডিয়ায় উঠে এল থ্রোব্যাক ছবি ।

থ্রোব্যাক ছবি পোস্ট করে স্মৃতিচারণে ব্যস্ত নবাব কন্যা সারা
থ্রোব্যাক ছবি পোস্ট করে স্মৃতিচারণে ব্যস্ত নবাব কন্যা সারা
author img

By

Published : Jun 18, 2021, 4:27 PM IST

মুম্বই, ১৮জুন : বক্স অফিস হোক অথবা সোশ্যাল মিডিয়া, সর্বত্র এখন সারার জাদু । কেদারনাথ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ নবাব কন্যা সারার । প্রথম ছবি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে সাড়া জাগান তিনি । ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে ৯০ কেজি থেকে তাঁর ফিটনেস ফ্রিতে রূপান্তর সকলের কাছে অনুপ্রেরণা । করোনা আবহে আপাতত বন্ধ শুটিংয়ের কাজ । তাই বাড়িতেই সময় কাটাচ্ছেন নবাব কন্যা । তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজেকে বেশ আপডেট রাখছেন তিনি ।

লকডাউনের জন্য ঘরবন্দি সবাই । সারার ক্ষেত্রেও তার বিকল্প হয়নি । তাই সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি । তারই ঝলক দেখা গেল অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে । বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পুরানো ছবি পোস্ট করলেন নবাব কন্যা । আবার ক্যাপশন দিলেন " লাভ ইজ ইন দ্যা এয়ার । " ছবি আপলোড হতেই ভক্তদের লাভ রিয়েক্টের বন্যা ।

কিছুদিন আগেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগ ঘন নোট লেখেন সারা । লেখেন "ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরুর প্রথম থেকেই তুমি আমার সঙ্গে ছিলে । অভিনয় জগতের সঙ্গে আমার পরিচয় করিয়েছ তুমিই । আমি আজও বিশ্বাস করতে পারি না তুমি নেই । আকাশে তাকালেই চাঁদ, তারার মাঝে খুঁজে পাই তোমাকে । "

মুম্বই, ১৮জুন : বক্স অফিস হোক অথবা সোশ্যাল মিডিয়া, সর্বত্র এখন সারার জাদু । কেদারনাথ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ নবাব কন্যা সারার । প্রথম ছবি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে সাড়া জাগান তিনি । ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে ৯০ কেজি থেকে তাঁর ফিটনেস ফ্রিতে রূপান্তর সকলের কাছে অনুপ্রেরণা । করোনা আবহে আপাতত বন্ধ শুটিংয়ের কাজ । তাই বাড়িতেই সময় কাটাচ্ছেন নবাব কন্যা । তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজেকে বেশ আপডেট রাখছেন তিনি ।

লকডাউনের জন্য ঘরবন্দি সবাই । সারার ক্ষেত্রেও তার বিকল্প হয়নি । তাই সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি । তারই ঝলক দেখা গেল অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে । বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পুরানো ছবি পোস্ট করলেন নবাব কন্যা । আবার ক্যাপশন দিলেন " লাভ ইজ ইন দ্যা এয়ার । " ছবি আপলোড হতেই ভক্তদের লাভ রিয়েক্টের বন্যা ।

কিছুদিন আগেই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগ ঘন নোট লেখেন সারা । লেখেন "ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরুর প্রথম থেকেই তুমি আমার সঙ্গে ছিলে । অভিনয় জগতের সঙ্গে আমার পরিচয় করিয়েছ তুমিই । আমি আজও বিশ্বাস করতে পারি না তুমি নেই । আকাশে তাকালেই চাঁদ, তারার মাঝে খুঁজে পাই তোমাকে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.