ETV Bharat / sitara

ড্রাগ মামলার পর প্রথমবার, মুখ খুললেন সারা - Sara Ali Khan after drug case

ড্রাগ মামলায় নাম জড়ানোর পর এই প্রথমবার সংবাদমাধ্যমে সামনে মুখ খুললেন সারা আলি খান । বললেন কোরোনা উত্তর জীবনের কথা ।

Sara Ali Khan post pandemic
Sara Ali Khan post pandemic
author img

By

Published : Dec 15, 2020, 12:07 PM IST

মুম্বই : লকডাউনের পরেই শুটিংয়ে ফিরেছেন সারা আলি খান । আনন্দ এল.রাইয়ের 'অতরঙ্গী রে'-র শুটিং করছেন তিনি । কতটা বদলেছে কাজের পরিবেশ ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন সারা ।

সারা মেনে নিলেন যে, এখন শুটিং করা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে । তবে এটাও ঠিক যে, এতদিন পর কাজে ফিরে ভালো লাগছে তাঁর ।

সারা বলেন, সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে, স্যানিটাইজ় করে কাজ করা মুশকিলের হয়ে উঠেছে । তবে মানুষের মধ্যে ভালো কাজ করার ইচ্ছে বা প্যাশনটা একইরকম রয়েছে ।

Sara Ali Khan post pandemic
.

এতদিন হাজারটা নতুন জিনিস শেখার বা করার ইচ্ছে তাড়া করে বেড়াত সারাকে । তাঁর মনে হত এই জিনিসগুলো করলেই বোধহয় সুখে থাকা যায় । তবে লকডাউন তাঁর এই মানসিকতা বদলে দিয়েছে । সকালে ঘুম থেকে উঠে মাকে দেখলেই এখন মন ভালো হয়ে যায় সারার ।

এরকম অনেক ভালো খারাপে মিশে কাটছে সারা আলি খানের জীবন । লকডাউন অনেক কিছু পালটে দিলেও ভালো কাজের ইচ্ছেটা এখনও রয়ে গেছে অভিনেত্রীর ।

মুম্বই : লকডাউনের পরেই শুটিংয়ে ফিরেছেন সারা আলি খান । আনন্দ এল.রাইয়ের 'অতরঙ্গী রে'-র শুটিং করছেন তিনি । কতটা বদলেছে কাজের পরিবেশ ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন সারা ।

সারা মেনে নিলেন যে, এখন শুটিং করা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে । তবে এটাও ঠিক যে, এতদিন পর কাজে ফিরে ভালো লাগছে তাঁর ।

সারা বলেন, সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে, স্যানিটাইজ় করে কাজ করা মুশকিলের হয়ে উঠেছে । তবে মানুষের মধ্যে ভালো কাজ করার ইচ্ছে বা প্যাশনটা একইরকম রয়েছে ।

Sara Ali Khan post pandemic
.

এতদিন হাজারটা নতুন জিনিস শেখার বা করার ইচ্ছে তাড়া করে বেড়াত সারাকে । তাঁর মনে হত এই জিনিসগুলো করলেই বোধহয় সুখে থাকা যায় । তবে লকডাউন তাঁর এই মানসিকতা বদলে দিয়েছে । সকালে ঘুম থেকে উঠে মাকে দেখলেই এখন মন ভালো হয়ে যায় সারার ।

এরকম অনেক ভালো খারাপে মিশে কাটছে সারা আলি খানের জীবন । লকডাউন অনেক কিছু পালটে দিলেও ভালো কাজের ইচ্ছেটা এখনও রয়ে গেছে অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.