মুম্বই : দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে দুবছর কাটিয়ে ফেললেন সারা আলি খান । সাফল্য যেমন দেখেছেন, ব্যর্থতাও দেখেছেন তিনি । তবে সারার চোখে তাঁর জীবনটা এই ইঁদুর দৌড়ের থেকে বড় । মা অমৃতা সিং এই শিক্ষাই দিয়েছেন সারাকে ।
সারা বললেন, "আমি যা করি সবটা আমার মায়ের থেকে পাওয়া । আমার স্টাইলিং হোক বা আমার ছবি নির্বাচন..সবটাই মায়ের উপদেশ নিয়ে করা । কোনও সিদ্ধান্ত নিতে গেলেই মায়ের উপর ঝাঁপিয়ে পড়ি ।"
তবে অমৃতা কিন্তু মেয়েকে স্বাবলম্বী হওয়ার উপদেশ দেন । মা হিসেবে তিনি পথ দেখাতে পারেন । তবে সারার সেটাই করা উচিত যেটা তাঁর মন বলে, মনে করিয়ে দেন অমৃতা ।
"এই লকডাউনে একটা জিনিস বুঝেছি আমি । ঘুম থেকে উঠে মাকে পাশে দেখার মতো আনন্দ আর কিছুতে নেই ।", বললেন আবেগপ্রবণ সারা ।
আরও পড়ুন : 'সোনার কেল্লা'-র প্রযোজক আরবাজ় ! ক্ষমা চাইল আইএফএফআই
সইফ আলি খানের সঙ্গে ডিভোর্সের পর সারা আর ইব্রাহিমকে মানুষ করেছেন অমৃতা । সইফ পাশে থেকেছেন ঠিকই, তবে তাঁকে সিঙ্গল মাদারই বলা চলে । মায়ের এই স্ট্রাগলকে যথেষ্ট সম্মান করেন সারা, বোঝা গেল স্পষ্ট ।