মুম্বই : নিজের একটি থ্রোব্যাক ছবি শেয়ার সোশাল মিডিয়ায় করেছেন সারা আলি খান। ছোট্ট সারা একেবারে সেজেগুজে রীতিমতো পোজ় দিয়ে দাঁড়িয়ে আছেন সেই ছবিতে। তবে নজর কেড়েছে ছবিটির ক্যাপশন।
ক্যাপশনে সারা লিখেছেন, "সেই 2000 সাল থেকে শটের অপেক্ষায় রয়েছি।" প্রথম ছবিতে একটি রাজস্থানী ঘাগরা চোলিতে দেখা যাচ্ছে তাঁকে। গাঢ় লিপস্টিক আর ভারী গয়নাতে মিষ্টি সারাকে অনেকটা বড় লাগছে যেন।
এছাড়াও অন্য এক পোশাকে সারা আরও দুটো ছবি পোস্ট করেছেন। মেরুন ওড়না আর কালো পোশাকে একেবারে বলিউডি চাল সারার। খুব কায়দা করে তুলেছেন ছবি। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
- View this post on Instagram
Waiting for my shot since 2000 ⏰ 🎥 🎬🔌🔜🙇🏻♀️#apnatimeayega #tbt #sarakadrama
">
কাজের ক্ষেত্রে সারা এখন ব্যস্ত 'কুলি নম্বর ওয়ান'-এর শুটিংয়ে। বরুণ ধাওয়ানের বিপরীতে তাঁকে কাস্ট করেছেন পরিচালক ডেভিড ধাওয়ান।