ভাইরাল হওয়া ভিডিয়োয় সারা কার্তিক কার্তিক বলে চিৎকার করেছেন। আর সারার মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন কার্তিক। ভিডিয়োটি সামনে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরই ঘণ্টাখানেক মধ্যে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কার্তিক-সারার এমন আরও অনেক ভিডিয়ো।
- " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ভাইরাল হওয়া ভিডিয়োটি আসলে কার্তিক ও সারার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার সেলিব্রেশনের।
- " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
কার্তিক আরিয়ান ও সারা আলি খানের কেমিস্ট্রিটা দেখার অপেক্ষায় আছেন দর্শক। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। তবে শুটিং চলাকালীনই সামনে এসেছে কার্তিক ও সারার একাধিক ছবি ও ভিডিয়ো। 'লভ আজ কাল'-এর পর ইমতিয়াজ় তেমনই একটি ছবি বানাচ্ছেন। ছবির নাম ঠিক না হলেও অনেকেই বলছেন যে ছবিটির নাম 'লভ আজ কাল ২'। 'লভ আজ কাল'-এ দীপিকার বিপরীতে ছিলেন সইফ আলি খান। তবে এবার দর্শক পেতে চলেছেন আরও এক নতুন জুটি।
Intro:Body:
আবারও ভাইরাল সারা-কার্তিকের ভিডিয়ো!
আবারও ভিডিয়ো ভাইরাল হল অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী সারা আলি খানের। ইমতিয়াজ় আলির আগামী ছবির শুটিংয়ে সারা ও কার্তিককে একসঙ্গে সময় কাটানোর ভিডিয়ো আগেই সামনে এসেছে। তবে এবারের ভিডিয়োয় সারাকে কার্তিকের নাম নিয়ে চিৎকার করতে দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় সারা কার্তিক কার্তিক বলে চিৎকার করেছেন। আর সারার মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন কার্তিক। ভিডিয়োটি সামনে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরই ঘণ্টাখানেক মধ্যে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কার্তিক-সারার এমন আরও অনেক ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োটি আসলে কার্তিক ও সারার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার সেলিব্রেশনের।
কার্তিক আরিয়ান ও সারা আলি খানের কেমিস্ট্রিটা দেখার অপেক্ষায় আছেন দর্শক। ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। তবে শুটিং চলাকালীনই সামনে এসেছে কার্তিক ও সারার একাধিক ছবি ও ভিডিয়ো। 'লভ আজ কাল'-এর পর ইমতিয়াজ় তেমনই একটি ছবি বানাচ্ছেন। ছবির নাম ঠিক না হলেও অনেকেই বলছেন যে ছবিটির নাম 'লভ আজ কাল ২'। 'লভ আজ কাল'-এ দীপিকার বিপরীতে ছিলেন সইফ আলি খান। তবে এবার দর্শক পেতে চলেছেন আরও এক নতুন জুটি।
Conclusion: