ETV Bharat / sitara

ছ'মাসে সাতটা ফিল্ম থেকে বাদ পড়েন সুশান্ত ? - সুশান্ত সিং রাজপুতের খবর

মাত্র 6 মাসের ব্যবধানে 7 টা ফিল্ম থেকে বাদ পড়েন সুশান্ত সিং রাজপুত ? এমনই দাবি করছেন রাজনীতিবিদ সঞ্জয় নিরুপম ।

Sushant Singh lost 7 films
Sushant Singh lost 7 films
author img

By

Published : Jun 16, 2020, 7:20 PM IST

মুম্বই : 'ছিঁছোড়ে' সুপারহিট হওয়ার পর নাকি সাতটা ছবিতে সাইন করেন সুশান্ত সিং রাজপুত । তবে প্রত্যেকটি ছবি থেকেই বাদ পড়েন তিনি । এমনই দাবি করলেন সঞ্জয় নিরুপম ।

টুইটারে একটি পোস্ট করেছেন সঞ্জয় । হিন্দিতে লিখেছেন, "ছিঁছোড়ে হিট হওয়ার পর সুশান্ত সাতটি ছবিতে সাইন করেন । ছ'মাসের মধ্যে প্রত্যেকটা ফিল্ম ওঁর হাত থেকে বেরিয়ে যায় । কেন ?"

সেই উত্তর নিজেই দিয়েছেন নিরুপম । লিখেছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রির নিষ্ঠুরতা একটা অন্য মাত্রায় কাজ করে । এই নিষ্ঠুরতাই এক প্রতিভাবান অভিনেতার হত্যা করল । সুশান্তকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।"

  • छिछोरे हिट होने के बाद #सुशांत_सिंह_राजपूत ने सात फिल्में साइन की थी।
    छह महीने में उसके हाथ से सारी फिल्में निकल गई थीं।क्यों ?
    फ़िल्म इंडस्ट्री की निष्ठुरता एक अलग लेवल पर काम करती है।
    इसी निष्ठुरता ने एक प्रतिभावान कलाकार को मार डाला।
    सुशांत को विनम्र श्रद्धांजलि!#RIPSushant

    — Sanjay Nirupam (@sanjaynirupam) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এতগুলো ফিল্ম হাত থেকে বেরিয়ে যাওয়ার কারণেই কি হতাশার অন্ধকারে ডুবে গেছিলেন সুশান্ত ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণও ? সেই উত্তর আজ আর পাওয়া যাবে না । একরাশ গোপন কষ্ট বুকে চেপে তিনি পাড়ি দিয়েছেন অন্য দুনিয়ায় ।

Sushant Singh lost 7 films
.

সুশান্তের মৃত্যুকে অবশ্য আত্মহত্যা বলতে নারাজ কঙ্গনা রানাওয়াত । নেপোটিজ়মের ভার সহ্য করতে না পেরে তাঁর নেওয়া এই চূড়ান্ত সিদ্ধান্ত, কঙ্গনার মতে এক পরিকল্পিত খুন ।

মুম্বই : 'ছিঁছোড়ে' সুপারহিট হওয়ার পর নাকি সাতটা ছবিতে সাইন করেন সুশান্ত সিং রাজপুত । তবে প্রত্যেকটি ছবি থেকেই বাদ পড়েন তিনি । এমনই দাবি করলেন সঞ্জয় নিরুপম ।

টুইটারে একটি পোস্ট করেছেন সঞ্জয় । হিন্দিতে লিখেছেন, "ছিঁছোড়ে হিট হওয়ার পর সুশান্ত সাতটি ছবিতে সাইন করেন । ছ'মাসের মধ্যে প্রত্যেকটা ফিল্ম ওঁর হাত থেকে বেরিয়ে যায় । কেন ?"

সেই উত্তর নিজেই দিয়েছেন নিরুপম । লিখেছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রির নিষ্ঠুরতা একটা অন্য মাত্রায় কাজ করে । এই নিষ্ঠুরতাই এক প্রতিভাবান অভিনেতার হত্যা করল । সুশান্তকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ।"

  • छिछोरे हिट होने के बाद #सुशांत_सिंह_राजपूत ने सात फिल्में साइन की थी।
    छह महीने में उसके हाथ से सारी फिल्में निकल गई थीं।क्यों ?
    फ़िल्म इंडस्ट्री की निष्ठुरता एक अलग लेवल पर काम करती है।
    इसी निष्ठुरता ने एक प्रतिभावान कलाकार को मार डाला।
    सुशांत को विनम्र श्रद्धांजलि!#RIPSushant

    — Sanjay Nirupam (@sanjaynirupam) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এতগুলো ফিল্ম হাত থেকে বেরিয়ে যাওয়ার কারণেই কি হতাশার অন্ধকারে ডুবে গেছিলেন সুশান্ত ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণও ? সেই উত্তর আজ আর পাওয়া যাবে না । একরাশ গোপন কষ্ট বুকে চেপে তিনি পাড়ি দিয়েছেন অন্য দুনিয়ায় ।

Sushant Singh lost 7 films
.

সুশান্তের মৃত্যুকে অবশ্য আত্মহত্যা বলতে নারাজ কঙ্গনা রানাওয়াত । নেপোটিজ়মের ভার সহ্য করতে না পেরে তাঁর নেওয়া এই চূড়ান্ত সিদ্ধান্ত, কঙ্গনার মতে এক পরিকল্পিত খুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.