মুম্বই : কিছুদিন আগেই 'গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি' ছবিটির কথা ঘোষণা করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি । আর এবার জানা গেছে তাঁর পরবর্তী ছবির কথা । ছবির নাম 'বাইজু বাওরা' । 2021 সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি । আজ টুইটারে একথা ঘোষণা করেছেন তরুণ আদর্শ । মুঘল সময়ের সংগীত শিল্পী 'বাইজু বাওরা'-র বায়োপিক তৈরি করতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি ।
'গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট । তবে এই ছবিতে কে বা কারা অভিনয় করবেন সে বিষয় এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ।
1952 সালের 5 অক্টোবর মুক্তি পেয়েছিল 'বাইজু বাওরা' ছবিটি । ওই ছবিতে বাইজুর চরিত্রে অভিনয় করেছিলেন ভরত ভূষণ ও গৌরীর চরিত্রে ছিলেন মীনা কুমারি । যথেষ্ট খ্যাতি লাভ করেছিল ছবিটি । ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলন মীনা কুমারি । এছাড়া গানের জন্য পুরস্কৃত হয়েছিল ছবিটি । ফলত সেই কথা মাথায় রেখেই সঞ্জয় লীলা বনশালি নতুন ছবির চরিত্র বাছবেন বলে অনুমান সিনেমা প্রেমীদের ।
-
#BreakingNews: After the release of #GangubaiKathiawadi on 11 Sep 2020, Sanjay Leela Bhansali to make his most ambitious film project... Titled #BaijuBawra... Revenge story of a maverick maestro... #Diwali2021 release. pic.twitter.com/8wrug6PeZS
— taran adarsh (@taran_adarsh) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#BreakingNews: After the release of #GangubaiKathiawadi on 11 Sep 2020, Sanjay Leela Bhansali to make his most ambitious film project... Titled #BaijuBawra... Revenge story of a maverick maestro... #Diwali2021 release. pic.twitter.com/8wrug6PeZS
— taran adarsh (@taran_adarsh) October 27, 2019#BreakingNews: After the release of #GangubaiKathiawadi on 11 Sep 2020, Sanjay Leela Bhansali to make his most ambitious film project... Titled #BaijuBawra... Revenge story of a maverick maestro... #Diwali2021 release. pic.twitter.com/8wrug6PeZS
— taran adarsh (@taran_adarsh) October 27, 2019
সংগীত শিল্পী তানসেনকে গানে হারাতে পারতেন না কেউই । 1952 সালে মুক্তি পাওয়া 'বাইজু বাওরা' ছবিতে বাইজুকে প্রতিশোধ নিতে গেছে । তানসেনের থেকে যদি কেউ ভালো গান গাইতে না পারেন তাহলে শহরের মধ্যে তাকে গান গাওয়ার অনুমতি দেওয়া হত না । আর ভালো গান না গাওয়ার ফলেও যদি কেউ গাওয়ার সাহস দেখাত তাহলে তাকে মেরে ফেলা হত । ওই একই ভাবে মৃত্যু হয়েছিল বাইজুর বাবার । পরে গান গেয়ে তানসেনকে হারিয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নেন বাইজু । মুঘল যুগের সেই ইতিহাসকেই নিজের ছবিতে তুলে আনবেন বনশালি ।
'ইনশাল্লাহ' ছবি নিয়ে কাজ করার কথা ছিল সঞ্জয় লীলা বনশালির । ওই ছবিতে সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার কথা ছিল আলিয়ার । শোনা গেছে, বনশালির সঙ্গে ছবির ক্রিয়েটিভ বিষয় নিয়ে সলমানের কিছু সমস্যা দেখা দেয় । যার জন্য ছবিটি ছেড়ে বেরিয়ে যান সলমান । বন্ধ হয়ে যায় ওই ছবির কাজও । আর তারপরই 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবির কথা ঘোষণা করেন বনশালি । 2020 সালের 11 সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি ।