মুম্বই : সঞ্জয়লীলা বনসালীর পরিচালনায় ফের একবার পরদায় ম্যাজিক তৈরি করতে পারেন রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন । শোনা যাচ্ছে সঞ্জয়ের 'বৈজু বাওয়ারা' ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন দুই তারকা ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পরিচালক রণবীর আর দীপিকার কাছে ছবিটির প্রস্তাব দিয়েছেন । তবে এখনও তাঁরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ।
রণবীর আর দীপিকাকে শেষ দেখা গেছিল ইমতিয়াজ় আলির 'তামাশা' ছবিতে । সে 2015-র কথা । ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও, রণবীর আর দীপিকার কেমিস্ট্রি আর অভিনয় খুব প্রশংসা পায় সমালোচকদের কাছে ।
সঞ্জয়ের শেষ তিনটি ছবিরই হিরো-হিরোইন ছিলেন দীপিকা আর রণবীর সিং । চতুর্থবারের জন্য এই রিয়েল লাইফ জুটিকে রিপিট করতে চাইছেন না পরিচালক । এমনটাই শোনা যাচ্ছে ।
তবে কোরোনার কারণে এখন সবটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে । বন্ধ সঞ্জয়ের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র কাজও ।