মুম্বই : আজ 61-তে পা দিলেন সঞ্জয় দত্ত । তবে এই বিশেষ দিনেও পরিবারের থেকে অনেক দূরে মুম্বইতে রয়েছেন তিনি । আর তাঁর স্ত্রী ও সন্তানরা রয়েছেন দুবাইতে । সৌজন্যে কোরোনাভাইরাস ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বের বিভিন্ন জায়গাতেই জারি হয় লকডাউন । এদিকে লকডাউনের অনেক আগেই দুই সন্তানকে নিয়ে দুবাই গিয়েছিলেন মান্যতা । কিন্তু, হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়ায় আর দেশে ফিরতে পারেননি তাঁরা । কয়েক মাস ধরেই রয়েছেন সেখানেই । এমনকী, জন্মদিনেও সঞ্জয়ের পাশে থাকতে পারছেন না তাঁরা । তাই মন খারাপ অভিনেতার ।
এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, "এই বছরে আমি অনেক কিছু শিখেছি । জন্মদিনটাই অন্যভাবে পালন করলাম । সোশাল মিডিয়ায় ভিডিয়োর মাধ্যমে সবার সঙ্গে কথা হল । কিন্তু, সবার জন্য খুবই খারাপ লাগছে ।"
তিনি বলেন, "আমি পর পর শুটিং করছিলাম, তারপরই লকডাউন জারি হয়ে যায় । আমি সত্যিই তাদের খুব মিস করছি । এই কয়েকটা মাস যদি তাদের সঙ্গে কাটাতে পারতাম তাহলে ভালো হত কিন্তু তাদের সুরক্ষাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ।"
তিনি আরও বলেন, "আমি নিশ্চিত আমরা যখন আবার একসঙ্গে হব তখন বড় করে উদযাপন করব যা আগে কখনও হয়নি । শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ । আশা করি এই সময়টা কেটে যাবে ।"