মুম্বই : আজ স্ত্রী মান্যতার সঙ্গে মুম্বই থেকে দুবাইতে পাড়ি দিলেন সঞ্জয় দত্ত । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে একথা জানান মান্যতা ।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন মান্যতা । সেখানে বিমানের মধ্যে তাঁর পাশে বসে থাকতে দেখা গিয়েছে সঞ্জয়কে । আর স্ত্রীর ক্যামেরায় পোজ় দিচ্ছেন তিনি । ছবির ক্যাপশনে মান্যতা লেখেন, "জীবনের যাত্রাপথ"।
তবে কী কারণে তাঁরা দুবাই রওনা দিচ্ছেন তা অবশ্য খোলসা করেননি কেউই । সূত্রের খবর, সন্তানদের জন্য খুবই মন খারাপ লাগছে সঞ্জয়ের । আর সেই কারণেই কয়েকটা দিন তাদের সঙ্গে কাটাতে চান তিনি । তাই স্ত্রীর সঙ্গে আজ দুবাই পাড়ি দেন । আসলে লকডাউনের আগে সন্তানদের নিয়ে দুবাই গিয়েছিলেন মান্যতা । কিন্তু, তার মাঝে লকডাউন জারি হওয়ায় আর ফিরতে পারেননি তিনি । অগত্যা ওই সময় একা মুম্বইতেই ছিলেন সঞ্জয় ।
এর মাঝে 11 অগাস্ট বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হন সঞ্জয় । তারপর জানান চিকিৎসার জন্য কয়েকদিন তিনি ছুটিতে থাকবেন । এদিকে ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা জানান ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় । যদিও অভিনেতার পরিবারের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত তেমন কিছুই জানানো হয়নি । অবশ্য এই খবর অস্বীকারও করেননি তাঁরা । আর স্বামীর শরীরে অবস্থার কথা চিন্তা করে তড়িঘড়ি সন্তানদের দুবাইতে রেখেই মুম্বই ফিরেছিলেন মান্যতা ।