মুম্বই : এবার আদিত্য রয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সঞ্জনা সাঙ্ঘিকে । 'ওম - দা ব্যাটেল উইথইন' ছবিতে দেখা যাবে তাঁদের । আর এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা ।
ছবিতে সঞ্জনার চরিত্রের নাম কাব্য । এই ছবির মুখ্য চরিত্রে সঞ্জনার অভিনয় প্রসঙ্গে প্রযোজক আহমেদ খান বলেন, "ডেবিউ ছবিতে (দিল বেচারা) অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করেছিলেন সঞ্জনা । আর পরবর্তী ছবিতে এক কম বয়সি মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি । যার কাঁধে রয়েছে অনেক দায়িত্ব । এই চরিত্রের জন্য সঞ্জনা একেবারেই সঠিক ।"
-
ADITYA ROY KAPUR - SANJANA SANGHI... #SanjanaSanghi to star opposite #AdityaRoyKapur in #Om: The Battle Within... Directed by Kapil Verma... Produced by Zee Studios, Ahmed Khan and Shaira Khan... Will be shot in three cities in #India and one international location. pic.twitter.com/4tigp8jp1o
— taran adarsh (@taran_adarsh) November 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ADITYA ROY KAPUR - SANJANA SANGHI... #SanjanaSanghi to star opposite #AdityaRoyKapur in #Om: The Battle Within... Directed by Kapil Verma... Produced by Zee Studios, Ahmed Khan and Shaira Khan... Will be shot in three cities in #India and one international location. pic.twitter.com/4tigp8jp1o
— taran adarsh (@taran_adarsh) November 23, 2020ADITYA ROY KAPUR - SANJANA SANGHI... #SanjanaSanghi to star opposite #AdityaRoyKapur in #Om: The Battle Within... Directed by Kapil Verma... Produced by Zee Studios, Ahmed Khan and Shaira Khan... Will be shot in three cities in #India and one international location. pic.twitter.com/4tigp8jp1o
— taran adarsh (@taran_adarsh) November 23, 2020
দেশের তিনটি শহর ও বিদেশের কিছু জায়গাতে ছবির শুটিং করা হবে বলে ঠিক হয়েছে । আগামী বছর মার্চের মধ্যে এই ছবির শুটিং শেষ করতে চান নির্মাতারা ।
আর এই ছবি সম্পর্কে সঞ্জনা বলেন, "এত তাড়াতাড়ি একটা অ্যাকশন ছবির সুযোগ পাব ভাবিনি । এটা আমার কাছে খুব বড় বিষয় । আর এর জন্য প্রযোজক আহমেদ খান, জ়ি স্টুডিয়ো ও পরিচালক কপিলের প্রতি আমি কৃতজ্ঞ । এর আগে একাধিক ছবির স্ক্রিপ্ট শুনেছি । কিন্তু, এই ছবির স্ক্রিপ্ট শোনার পরই তার উপর ঝাঁপিয়ে পড়ি । এই ধরনের একটা ছবি আমার কাছ অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় ।"
এই ছবিটি পরিচালনা করবেন কপিল ভর্মা । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি দেবেন তিনি । আগামী মাসেই শুরু হবে ছবির শুটিং । আর সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে 'ওম-দা ব্যাটেল উইথইন'।