মুম্বই : কয়েক মাস আগে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন সানা খান । বাকি জীবনটা সমাজসেবা আর আল্লাহর প্রার্থনা করে কাটাবেন বলে জানিয়েছিলেন । তবে হঠাৎই বিয়ের সিদ্ধান্ত সানার । এটাও আল্লাহর কথা ভেবে, সোশাল মিডিয়ায় লিখলেন প্রাক্তন অভিনেত্রী ।
গতকাল থেকেই সানার বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় । তবে প্রাক্তন অভিনেত্রী নিজে কিছুই পোস্ট করেননি । আজ ইনস্টাগ্রামে বিয়ের দু'টি ছবি শেয়ার করেছেন সানা । জানিয়েছেন যে, এই প্রেম, এই বিয়ে সবকিছুই আল্লাহর কথা ভেবে ।
"আল্লাহর কথা ভেবেই একে অপরকে ভালোবেসেছি । আল্লাহর কথা ভেবেই একে অপরকে বিয়ে করেছি । আল্লাহ যেন আমাদের একসঙ্গে বেঁধে রাখেন, আমাদের যেন স্বর্গপ্রাপ্তি হয় ।"...নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেই এই আবেগপ্রবণ পোস্ট করেছেন সানা ।
দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'ইয়ে হ্যায় হাই সোসাইটি' দিয়ে 2005 সালে বলিউডে পা রেখেছিলেন সানা খান । তারপর একাধিক ছবিতে কাজ করেন তিনি । তবে শুধু হিন্দিই নয় তামিল, তেলুগু ও মালায়লম ছবিতেও কাজ করেছিলেন । তবে 'বিগ বস'-এ যোগ দেওয়ার পরই সবথেকে বেশি পরিচিতি পান তিনি । এরপর সলমন খানের 'জয় হো' ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে ।