ETV Bharat / sitara

'বটল ক্যাপ চ্যালেঞ্জ' নিয়ে ট্রোলড সলমন, প্রশ্ন উঠল ধর্ম নিয়ে - bollywood

'বটল ক্যাপ চ্যালেঞ্জ' গ্রহণ করে ভক্তদের জল বাঁচানোর বার্তা দিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সলমন খান । যদিও এই ভিডিয়োর পর নেটিজেনদের ক্রোধের মুখে পড়েন সলমন । তারা সলমনের ধর্ম নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ট্রোল করে ।

সলমন খান
author img

By

Published : Jul 16, 2019, 11:01 AM IST

মুম্বই : রবিবার 'দাবাং' অভিনেতা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন । সেখানে দেখা যায়, তিনি নিজের স্টাইলে বটল ক্যাপ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন । জিমের ভিতরে খালি গায়ে সলমন বোতলের ঢাকনাতে কিক করার জন্য প্রস্তুত । কিন্তু কিক করার আগে তিনি ক্যামেরার দিকে এগিয়ে আসেন । তারপর ফুঁ দিয়ে সেই বোতলের ঢাকনাটা ফেলে দেন । সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলেন, "পানি বাঁচাও ।" তারপরই বোতলটা নিয়ে পুরো জলটা খেয়ে নেন ।

এই ভিডিয়োটির একদম শুরুতে দেখা যায়, তিনি কিক করার আগে ভগবান, আল্লা ও জিশু তিনজনকেই স্মরণ করেন । বেশিরভাগ নেটিজেন তাঁর এই প্রয়াসকে প্রশংসা করলেও তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে অনেকেই তাঁকে ট্রোল করেন ।

ভিডিয়োর শুরুটুকু যথেষ্ট ছিল তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোল হওয়ার জন্য ।

একজন তাঁর ভিডিয়োতে কমেন্ট করেন, "সলমন খান, আপনি মুসলিম না খ্রিশ্চান ?"

যদিও সলমনের পক্ষেও থেকেছে অনেকে । একজন তাঁর পক্ষে কমেন্ট করেন, "তিনি প্রথমে নমস্কার করেছেন, তারপর দুয়া চেয়েছেন এবং তারপর ক্রস সাইন করেছেন... তিনি শুধু এটাই বোঝাতে চেয়েছেন যে, তিনি ধর্মনিরপেক্ষ ভারতীয় এবং তিনি সব ধর্মকেই বিশ্বাস করেন ।"

অন্য একজন সলমনকে ট্রোল করে লেখেন, "আপনি কোন ধর্মে বিশ্বাসী ? দয়া করে ঠিক করে নিন ।"

সলমন খান সবসময় জানিয়েছেন, তিনি ধর্মের উপর ভিত্তি করে মানুষকে ভেদ করেন না ।

বর্তমানে সলমন 'দাবাং ৩'-র শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন । সঞ্জয় লীলা বনসালির পরবর্তী ছবি 'ইনশাল্লাহ'-তে আলিয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতাকে ।

মুম্বই : রবিবার 'দাবাং' অভিনেতা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন । সেখানে দেখা যায়, তিনি নিজের স্টাইলে বটল ক্যাপ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন । জিমের ভিতরে খালি গায়ে সলমন বোতলের ঢাকনাতে কিক করার জন্য প্রস্তুত । কিন্তু কিক করার আগে তিনি ক্যামেরার দিকে এগিয়ে আসেন । তারপর ফুঁ দিয়ে সেই বোতলের ঢাকনাটা ফেলে দেন । সঙ্গে ভক্তদের উদ্দেশ্যে বলেন, "পানি বাঁচাও ।" তারপরই বোতলটা নিয়ে পুরো জলটা খেয়ে নেন ।

এই ভিডিয়োটির একদম শুরুতে দেখা যায়, তিনি কিক করার আগে ভগবান, আল্লা ও জিশু তিনজনকেই স্মরণ করেন । বেশিরভাগ নেটিজেন তাঁর এই প্রয়াসকে প্রশংসা করলেও তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে অনেকেই তাঁকে ট্রোল করেন ।

ভিডিয়োর শুরুটুকু যথেষ্ট ছিল তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোল হওয়ার জন্য ।

একজন তাঁর ভিডিয়োতে কমেন্ট করেন, "সলমন খান, আপনি মুসলিম না খ্রিশ্চান ?"

যদিও সলমনের পক্ষেও থেকেছে অনেকে । একজন তাঁর পক্ষে কমেন্ট করেন, "তিনি প্রথমে নমস্কার করেছেন, তারপর দুয়া চেয়েছেন এবং তারপর ক্রস সাইন করেছেন... তিনি শুধু এটাই বোঝাতে চেয়েছেন যে, তিনি ধর্মনিরপেক্ষ ভারতীয় এবং তিনি সব ধর্মকেই বিশ্বাস করেন ।"

অন্য একজন সলমনকে ট্রোল করে লেখেন, "আপনি কোন ধর্মে বিশ্বাসী ? দয়া করে ঠিক করে নিন ।"

সলমন খান সবসময় জানিয়েছেন, তিনি ধর্মের উপর ভিত্তি করে মানুষকে ভেদ করেন না ।

বর্তমানে সলমন 'দাবাং ৩'-র শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন । সঞ্জয় লীলা বনসালির পরবর্তী ছবি 'ইনশাল্লাহ'-তে আলিয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতাকে ।

Intro:Body:

salman khan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.