ETV Bharat / sitara

রাতারাতি বিখ্যাত, চিনতে পারছেন এই শিশুশিল্পীকে ? - সলমন খানের খবর

একটি ছবির দৌলতে রাতারাতি বিখ্যাত হয়েছিল এই শিশুশিল্পী । ছবিটির নাম বললেই বুঝতে পারবেন কার কথা বলা হচ্ছে । ছোট্ট মুন্নি যেন হঠাৎ করেই বড় হয়ে গেছে ।

Munni fro Bajrangi Bhaijaan grown up
Munni fro Bajrangi Bhaijaan grown up
author img

By

Published : Nov 17, 2020, 4:53 PM IST

মুম্বই : 'বজরঙ্গী ভাইজান' ছবির সেই ছোট্ট মুন্নিকে মনে আছে ? বোবা-কালা মেয়েটি সবাইকে মুগ্ধ করেছিল শুধুমাত্র চোখের অভিনয়ে । তার আসল নাম হর্ষালি মালহোত্র । হর্ষালির এখনকার ছবি দেখে অবাক নেটিজেনরা ।

ছোট্ট মুন্নি যেন হঠাৎ করেই বড় হয়ে গেছে । লম্বা চুল, আচরণে স্নিগ্ধতা, একটা শান্ত ধীর স্থির ভাব...কিশোরী হর্ষালি আজ আর ছোটোটি নেই । সে দিওয়ালি সেলিব্রেট করছে চমৎকার রঙ্গোলি সাজিয়ে । আর তার সেই ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ।

Munni fro Bajrangi Bhaijaan grown up
তখন vs এখন

'বজরঙ্গী ভাইজান'-এর মুন্নি সেই অল্প বয়সেই সকলের মন জিতে নিয়েছিল তার অভিনয় নিয়ে । কি অভিনয়, কি অভিব্যক্তি ! সলমন খান আর করিনা কাপুরের সঙ্গে সমানতালে সকলের নজর কেড়েছিল সে । সিনেমা হল থেকে দর্শক বেরিয়েছিলেন চোখে জল নিয়ে ।

শুধু দিওয়ালি নয়, ভাইফোঁটার উৎসবও সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে হর্ষালি । ভাইকে ফোঁটা দিয়ে তার থেকে প্রণামও আদায় করে নিয়েছে সে হাসিমুখে । দেখে নিন সেই পোস্ট...

মুম্বই : 'বজরঙ্গী ভাইজান' ছবির সেই ছোট্ট মুন্নিকে মনে আছে ? বোবা-কালা মেয়েটি সবাইকে মুগ্ধ করেছিল শুধুমাত্র চোখের অভিনয়ে । তার আসল নাম হর্ষালি মালহোত্র । হর্ষালির এখনকার ছবি দেখে অবাক নেটিজেনরা ।

ছোট্ট মুন্নি যেন হঠাৎ করেই বড় হয়ে গেছে । লম্বা চুল, আচরণে স্নিগ্ধতা, একটা শান্ত ধীর স্থির ভাব...কিশোরী হর্ষালি আজ আর ছোটোটি নেই । সে দিওয়ালি সেলিব্রেট করছে চমৎকার রঙ্গোলি সাজিয়ে । আর তার সেই ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ।

Munni fro Bajrangi Bhaijaan grown up
তখন vs এখন

'বজরঙ্গী ভাইজান'-এর মুন্নি সেই অল্প বয়সেই সকলের মন জিতে নিয়েছিল তার অভিনয় নিয়ে । কি অভিনয়, কি অভিব্যক্তি ! সলমন খান আর করিনা কাপুরের সঙ্গে সমানতালে সকলের নজর কেড়েছিল সে । সিনেমা হল থেকে দর্শক বেরিয়েছিলেন চোখে জল নিয়ে ।

শুধু দিওয়ালি নয়, ভাইফোঁটার উৎসবও সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে হর্ষালি । ভাইকে ফোঁটা দিয়ে তার থেকে প্রণামও আদায় করে নিয়েছে সে হাসিমুখে । দেখে নিন সেই পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.