মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি করা হয়েছিল লকডাউন । তার জেরে বন্ধ করে দেওয়া হয় শুটিং । এখন লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে । শুরু হয়েছে আনলকের প্রক্রিয়া । শুটিংয়ের অনুমতিও দেওয়া হয়েছে নির্মাতাদের । এই পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি কয়েকটা ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে । আর সেই তালিকায় রয়েছে সলমান খান অভিনীত ছবি 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'।
'রাধে' ছবিতে সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফকে । ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা । শোনা যাচ্ছে, অগাস্ট থেকে শুরু হবে এই ছবির শুটিং । আর তার জন্য মেহেবুব স্টুডিয়োর একটা ফ্লোর নাকি বুক করে রেখেছেন সলমান । সেখানেই হবে ছবির বাকি অংশের শুটিং ।
এদিকে কোরোনা পরিস্থিতির মধ্যে কীভাবে কম সংখ্যক ক্রুকে নিয়ে একটি গানের দৃশ্যের ও ছবির বাকি দৃশ্যগুলির শুটিং করবেন তা নিয়ে চিন্তিত রয়েছেন প্রভুদেবা । সেই বিষয় নিয়ে এখন আলোচনাও করছেন তাঁরা ।
সূত্রের খবর, একাধিক ছবির শুটিং শুরু হতে চলেছে অগাস্টে । ছবির মান ঠিক রেখে কীভাবে এই কোরোনা পরিস্থিতির মধ্যে ঠিক করে শুটিং করা যায় তা নিয়ে আলোচনা করছেন সলমান, প্রযোজক অতুল অগ্নিহোত্রি ও পরিচালক প্রভুদেবা । এমনকী, কম সংখ্যক সদস্য নিয়ে কীভাবে ছবির বাকি থাকা অংশের শুটিং করা যায় তা নিয়েও আলোচনা চলছে । 1 অগাস্ট থেকেই মেহবুব স্টুডিয়োর একটা ফ্লোর বুক করে রেখেছেন সলমান । ওই মাসের শেষের দিকেই যাতে শুটিং শেষ করা যায় সেই চেষ্টাই করছেন তাঁরা ।