ETV Bharat / sitara

ভগ্নীপতির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সলমন ? - সলমন খানের খবর

ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সলমন খান । তবে রিল লাইফে, রিয়েল লাইফে নয় । প্রকাশ্যে এল 'অন্তিম'-এর ফার্স্টলুক টিজ়ার ।

Salman Khan antim look
Salman Khan antim look
author img

By

Published : Dec 21, 2020, 7:57 PM IST

মুম্বই : জন্মদিনের আগেই উপহার দিলেন সলমন খান । মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'অন্তিম'-এর ফার্স্টলুক টিজ়ার । পাগড়ি বেঁধে খুব হাতাহাতি করলেন তিনি ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে ।

ভিডিয়োটি শেয়ার করার কয়েক মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় । ক্যাপশনে সলমন লিখেছেন, "অন্তিম-এর সূচনা" ।

Salman Khan antim look
.

সলমনকে এই চেহারায় আগে দেখা গেলেও আয়ুষ একেবারে অন্য রূপে এই ছবিতে । তাঁকে এমন ক্রুদ্ধ, এমন হিংস্র অবতারে দেখা যায়নি এর আগে । ভাইজানের সঙ্গেও তাঁর একটি প্রথম স্ক্রিনশেয়ার । দেখে নিন টিজ়ারটি...

মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবির প্রযোজনা করেছেন সলমন নিজেই । 'অন্তিম'-এর মুক্তি 2021 সালে ।

মুম্বই : জন্মদিনের আগেই উপহার দিলেন সলমন খান । মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি 'অন্তিম'-এর ফার্স্টলুক টিজ়ার । পাগড়ি বেঁধে খুব হাতাহাতি করলেন তিনি ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে ।

ভিডিয়োটি শেয়ার করার কয়েক মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় । ক্যাপশনে সলমন লিখেছেন, "অন্তিম-এর সূচনা" ।

Salman Khan antim look
.

সলমনকে এই চেহারায় আগে দেখা গেলেও আয়ুষ একেবারে অন্য রূপে এই ছবিতে । তাঁকে এমন ক্রুদ্ধ, এমন হিংস্র অবতারে দেখা যায়নি এর আগে । ভাইজানের সঙ্গেও তাঁর একটি প্রথম স্ক্রিনশেয়ার । দেখে নিন টিজ়ারটি...

মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবির প্রযোজনা করেছেন সলমন নিজেই । 'অন্তিম'-এর মুক্তি 2021 সালে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.