ETV Bharat / sitara

এই তারিখ থেকে শুরু হবে 'রাধে'-র শুটিং - সলমন খানের খবর

গান্ধিজীর জন্মদিন অর্থাৎ 2 অক্টোবরেই শুরু হবে 'রাধে'-র শুটিং । এই বিশেষ দিনেই শুভারম্ভ হবে সলমন খান অভিনীত অ্যাকশন ফিল্ম 'রাধে'-র ।

Salman Khan radhe shooting
Salman Khan radhe shooting
author img

By

Published : Sep 30, 2020, 7:30 PM IST

মুম্বই : শোনা গেছিল লকডাউনের পরেই সলমন খান শুরু করবেন 'রাধে'-র শুটিং । এমনিতেই অনেক দেরি হয়েছে, তাই লকডাউনের পর আর একটুও সময় নষ্ট করতে চাননি সলমন । আসন্ন 2 অক্টোবরই শুরু হবে 'রাধে'-র শুটিং । শেষ করা হবে বাকি অংশ ।

সরকার প্রদত্ত নিয়মগুলো ছাড়াও আরও বেশ কিছু সতর্কবিধি মেনে হবে শুটিং । প্রথম কিছু দিনের জন্য ND স্টুডিয়োতে শুটিং হবে । আর ক্লাইম্যাক্স শুট হবে মেহবুব স্টুডিয়োতে । মোট 15 দিনের শিডিউল তৈরি করা হয়েছে । তারই মধ্যে শেষ হবে 'রাধে'-র শুটিং ।

পুরো কাস্ট অ্যান্ড ক্রুয়ের কোরোনা পরীক্ষা করানো হয়েছে । কারও রিপোর্ট পজ়িটিভ আসেনি । সেটে যাওয়ার কিছু সময় আগে ফের একবার টেস্ট করানো হবে । ছবির অন্যতম প্রযোজক সলমন নিজে সবকিছু খতিয়ে দেখছেন, জানা গেল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

সলমন ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ রয়েছেন ছবিতে । প্রভুদেবা পরিচালিত এই ছবির মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি ।

মুম্বই : শোনা গেছিল লকডাউনের পরেই সলমন খান শুরু করবেন 'রাধে'-র শুটিং । এমনিতেই অনেক দেরি হয়েছে, তাই লকডাউনের পর আর একটুও সময় নষ্ট করতে চাননি সলমন । আসন্ন 2 অক্টোবরই শুরু হবে 'রাধে'-র শুটিং । শেষ করা হবে বাকি অংশ ।

সরকার প্রদত্ত নিয়মগুলো ছাড়াও আরও বেশ কিছু সতর্কবিধি মেনে হবে শুটিং । প্রথম কিছু দিনের জন্য ND স্টুডিয়োতে শুটিং হবে । আর ক্লাইম্যাক্স শুট হবে মেহবুব স্টুডিয়োতে । মোট 15 দিনের শিডিউল তৈরি করা হয়েছে । তারই মধ্যে শেষ হবে 'রাধে'-র শুটিং ।

পুরো কাস্ট অ্যান্ড ক্রুয়ের কোরোনা পরীক্ষা করানো হয়েছে । কারও রিপোর্ট পজ়িটিভ আসেনি । সেটে যাওয়ার কিছু সময় আগে ফের একবার টেস্ট করানো হবে । ছবির অন্যতম প্রযোজক সলমন নিজে সবকিছু খতিয়ে দেখছেন, জানা গেল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

সলমন ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ রয়েছেন ছবিতে । প্রভুদেবা পরিচালিত এই ছবির মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.