ETV Bharat / sitara

'রাধে'-র শুটিং শুরু করলেন সলমন - সলমন খানের খবর

সলমন খান শুরু করলেন 'রাধে'-র শুটিং। সোশাল মিডিয়ায় পোস্ট করে ফ্যানেদের সুখবর দিলেন তিনি।

Salman Khan starts shoot for Radhe
author img

By

Published : Nov 1, 2019, 4:33 PM IST

মুম্বই : ইদে সলমন খানের রিলিজ় নিয়ে মুখিয়ে থাকেন দর্শক। তাঁর প্রতিটা ব্লকবাস্টার ছবিই মুক্তি পেয়েছে ইদে, সেটা 'সুলতান' হোক বা 'এক থা টাইগার'। 2020 সালের ইদের জন্য সলমনের উপহার 'রাধে'।

সলমন শুরু করলেন 'রাধে'-র শুটিং। সোশাল মিডিয়ায় যাত্রা শুরুর ছবি পোস্ট করলেন তিনি। ক্যাপশনে সলমন লিখেছেন, "এবং যাত্রাটা শুরু হল..." ক্ল্যাপবোর্ড ধরে আছেন ছবির আর এক অভিনেতা জ্যাকি শ্রফ।



এছাড়াও ছবিতে অভিনয় করছেন রণদীপ হুডা, দিশা পাটানি, সোহেল খান প্রমুখ। শোনা যাচ্ছে রণদীপকে এই ছবিতে এক ভিলেনের চরিত্রে দেখা যাবে। এই প্রথম তাঁকে এই চরিত্রে দেখা যাবে।

এর আগে একটি সাক্ষাৎকারে সলমন খান বলেছিলেন, "'রাধে' একেবারে অন্যরকম একটি ছবি। 'ওয়ান্টেড' ছবিতে আমার চরিত্রের নাম রাধে ছিল, কিন্তু, জঁরের কথা বলতে গেলে বলব যে 'রাধে' একেবারে 'ওয়ান্টেড'-এর বাবা।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : ইদে সলমন খানের রিলিজ় নিয়ে মুখিয়ে থাকেন দর্শক। তাঁর প্রতিটা ব্লকবাস্টার ছবিই মুক্তি পেয়েছে ইদে, সেটা 'সুলতান' হোক বা 'এক থা টাইগার'। 2020 সালের ইদের জন্য সলমনের উপহার 'রাধে'।

সলমন শুরু করলেন 'রাধে'-র শুটিং। সোশাল মিডিয়ায় যাত্রা শুরুর ছবি পোস্ট করলেন তিনি। ক্যাপশনে সলমন লিখেছেন, "এবং যাত্রাটা শুরু হল..." ক্ল্যাপবোর্ড ধরে আছেন ছবির আর এক অভিনেতা জ্যাকি শ্রফ।



এছাড়াও ছবিতে অভিনয় করছেন রণদীপ হুডা, দিশা পাটানি, সোহেল খান প্রমুখ। শোনা যাচ্ছে রণদীপকে এই ছবিতে এক ভিলেনের চরিত্রে দেখা যাবে। এই প্রথম তাঁকে এই চরিত্রে দেখা যাবে।

এর আগে একটি সাক্ষাৎকারে সলমন খান বলেছিলেন, "'রাধে' একেবারে অন্যরকম একটি ছবি। 'ওয়ান্টেড' ছবিতে আমার চরিত্রের নাম রাধে ছিল, কিন্তু, জঁরের কথা বলতে গেলে বলব যে 'রাধে' একেবারে 'ওয়ান্টেড'-এর বাবা।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

সলমন শুরু করলেন 'রাধে'-র শুটিং



সলমন খান শুরু করলেন 'রাধে'-র শুটিং। সোশাল মিডিয়ায় পোস্ট করে ফ্যানেদের সুখবর দিলেন তিনি।



মুম্বই : ইদে সলমন খানের রিলিজ় নিয়ে মুখিয়ে থাকেন দর্শক। তাঁর প্রতিটা ব্লকবাস্টার ছবিই মুক্তি পেয়েছে ইদে, সেটা 'সুলতান' হোক বা 'এক থা টাইগার'। 2020 সালের ইদের জন্য সলমনের উপহার 'রাধে'।



সলমন শুরু করলেন 'রাধে'-র শুটিং। সোশাল মিডিয়ায় যাত্রা শুরুর ছবি পোস্ট করলেন তিনি। ক্যাপশনে সলমন লিখেছেন, "এবং যাত্রাটা শুরু হল..." ক্ল্যাপবোর্ড ধরে আছেন ছবির আর এক অভিনেতা জ্যাকি শ্রফ।



 

এছাড়াও ছবিতে অভিনয় করছেন রণদীপ হুডা, দিশা পাটানি, সোহেল খান প্রমুখ। শোনা যাচ্ছে রণদীপকে এই ছবিতে এক ভিলেনের চরিত্রে দেখা যাবে। এই প্রথম তাঁকে এই চরিত্রে দেখা যাবে।



এর আগে একটি সাক্ষাৎকারে সলমন খান বলেছিলেন, "'রাধে' একেবারে অন্যরকম একটি ছবি। 'ওয়ান্টেড' ছবিতে আমার চরিত্রের নাম রাধে ছিল, কিন্তু, জঁরের কথা বলতে গেলে বলব যে 'রাধে' একেবারে 'ওয়ান্টেড'-এর বাবা।"  




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.