ETV Bharat / sitara

'অন্তিম' লুকে মুম্বইতে দেখা মিলল সলমানের - Salman Khan in antim shoot

আপকামিং ছবি 'অন্তিম'-এর শুটিংয়ের সময় মুম্বইতে দেখা গেল সলমান খানকে । একেবারে অন্য লুকে দেখা গেল তাঁকে ।

g
hfh
author img

By

Published : Jan 25, 2021, 9:26 AM IST

মুম্বই : 'অন্তিম'-এর শুটিং নিয়ে এখন খুবই ব্যস্ত রয়েছেন সলমান খান । সেখানে এক শিখ পুলিশ আধিকারিকের চরিত্রে তাঁকে দেখা যাবে । মুম্বইয়ের বান্দ্রাতে শনিবার শুটিং চলাকালীন ওই লুকেই দেখা গেল তাঁকে ।

গালে চাপ দাড়ি, কালো সানগ্লাস এবং পরনে নীল শার্ট, ট্রাউজ়ার ও মাথায় পাগড়ি । শনিবার শুটিং ফ্লোরে এই লুকেই দেখা যায় সলমানকে । আর তাঁকে এক ঝলক দেখতে ভিড় জমিয়ে ছিলেন অনুরাগীরা । সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এই ছবি ।

sdf
শুটিংয়ের সময় মুম্বইতে দেখা গেল সলমানকে

'অন্তিম'-এ ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সলমানকে । গতবছর ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে ছবিতে ভাইজানের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন আয়ুষ । সেখানে একটি লরির পাশ দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছিল তাঁকে ।

ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর । এখানে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে আয়ুষকে । আর সেই গ্যাংস্টারকেই ধরার চেষ্টা করবেন সলমান । এলাকা থেকে গোষ্ঠী দ্বন্দ্ব ও মাফিয়া রাজত্ব বন্ধ করাই সেই শিখ পুলিশ অফিসারের একমাত্র লক্ষ্য । কয়েকদিন আগে প্রকাশ্যে আসে আয়ুষের ফার্স্টলুক ।

sdfsdf
শুটিংয়ের সময় মুম্বইতে দেখা গেল সলমানকে

সূত্রের খবর, অক্টোবরে 'রাধে'-র শুটিং শেষ হওয়ার পর আর দাড়ি কাটেননি সলমান । কারণ 'রাধে'-তে তাঁকে ক্লিনশেভে দেখা গেলেও এই ছবির জন্য তাঁর মুখে দাড়ির প্রয়োজন ছিল । সেই জন্য প্রায় দু'মাস দাড়ি কাটেননি তিনি । এমনকী, 'রাধে'-র সেট থেকে যাতে তাঁর 'অন্তিম'-এর লুক প্রকাশ্যে চলে না যায় সেদিকে কড়া নজর রেখেছিলেন ভাইজান । অনুরাগীদের সারপ্রাইজ় দিতেই একাজ করেছিলেন তিনি ।

মুম্বই : 'অন্তিম'-এর শুটিং নিয়ে এখন খুবই ব্যস্ত রয়েছেন সলমান খান । সেখানে এক শিখ পুলিশ আধিকারিকের চরিত্রে তাঁকে দেখা যাবে । মুম্বইয়ের বান্দ্রাতে শনিবার শুটিং চলাকালীন ওই লুকেই দেখা গেল তাঁকে ।

গালে চাপ দাড়ি, কালো সানগ্লাস এবং পরনে নীল শার্ট, ট্রাউজ়ার ও মাথায় পাগড়ি । শনিবার শুটিং ফ্লোরে এই লুকেই দেখা যায় সলমানকে । আর তাঁকে এক ঝলক দেখতে ভিড় জমিয়ে ছিলেন অনুরাগীরা । সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এই ছবি ।

sdf
শুটিংয়ের সময় মুম্বইতে দেখা গেল সলমানকে

'অন্তিম'-এ ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সলমানকে । গতবছর ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে ছবিতে ভাইজানের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন আয়ুষ । সেখানে একটি লরির পাশ দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছিল তাঁকে ।

ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর । এখানে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে আয়ুষকে । আর সেই গ্যাংস্টারকেই ধরার চেষ্টা করবেন সলমান । এলাকা থেকে গোষ্ঠী দ্বন্দ্ব ও মাফিয়া রাজত্ব বন্ধ করাই সেই শিখ পুলিশ অফিসারের একমাত্র লক্ষ্য । কয়েকদিন আগে প্রকাশ্যে আসে আয়ুষের ফার্স্টলুক ।

sdfsdf
শুটিংয়ের সময় মুম্বইতে দেখা গেল সলমানকে

সূত্রের খবর, অক্টোবরে 'রাধে'-র শুটিং শেষ হওয়ার পর আর দাড়ি কাটেননি সলমান । কারণ 'রাধে'-তে তাঁকে ক্লিনশেভে দেখা গেলেও এই ছবির জন্য তাঁর মুখে দাড়ির প্রয়োজন ছিল । সেই জন্য প্রায় দু'মাস দাড়ি কাটেননি তিনি । এমনকী, 'রাধে'-র সেট থেকে যাতে তাঁর 'অন্তিম'-এর লুক প্রকাশ্যে চলে না যায় সেদিকে কড়া নজর রেখেছিলেন ভাইজান । অনুরাগীদের সারপ্রাইজ় দিতেই একাজ করেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.