ETV Bharat / sitara

আনুগত্য কাকে বলে ? শেয়ার করলেন সলমন - salman khan antim look

আনুগত্য কাকে বলে ? দীর্ঘদিনের বডিগার্ড শেরার সঙ্গে ছবি শেয়ার করে বুঝিয়ে দিলেন সলমন খান ।

salman khan with his bodyguard
salman khan with his bodyguard
author img

By

Published : Jan 21, 2021, 6:45 AM IST

মুম্বই : দীর্ঘদিন ধরে সলমন খানের বডিগার্ড হিসেবে কাজ করছেন শেরা । সলমনকে তিনি রক্ষা করে চলেছেন সেই কবে থেকে ! তাই আনুগত্যের সংজ্ঞা দিতে গিয়ে শেরার কথাই মনে করলেন সলমন ।

শেরার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা । দু'জনেই সেখানে পাগড়ি পরে দাঁড়িয়ে । ব্যাকড্রপে পাহাড় আর চারপাশে গাছপালার মধ্যে শেরার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে সলমন ।

'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে সলমনকে এই লুকেই দেখা যাবে । ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির একটি টিজ়ার । ভগ্নীপতি আয়ুশ শর্মাকেও দেখা যাবে এই অ্যাকশন থ্রিলারে ।

এদিকে সলমন জানিয়ে দিয়েছেন যে, তাঁর 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' মুক্তি পাবে থিয়েটারে । ফিল্ম ইন্ডাস্ট্রি এবং হল মালিকদের সাহায্য করতেই ভাইজানের এই সিদ্ধান্ত । সলমনের সঙ্গে এই ছবিতে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডাকেও দেখা যাবে ।

মুম্বই : দীর্ঘদিন ধরে সলমন খানের বডিগার্ড হিসেবে কাজ করছেন শেরা । সলমনকে তিনি রক্ষা করে চলেছেন সেই কবে থেকে ! তাই আনুগত্যের সংজ্ঞা দিতে গিয়ে শেরার কথাই মনে করলেন সলমন ।

শেরার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা । দু'জনেই সেখানে পাগড়ি পরে দাঁড়িয়ে । ব্যাকড্রপে পাহাড় আর চারপাশে গাছপালার মধ্যে শেরার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে সলমন ।

'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে সলমনকে এই লুকেই দেখা যাবে । ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির একটি টিজ়ার । ভগ্নীপতি আয়ুশ শর্মাকেও দেখা যাবে এই অ্যাকশন থ্রিলারে ।

এদিকে সলমন জানিয়ে দিয়েছেন যে, তাঁর 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' মুক্তি পাবে থিয়েটারে । ফিল্ম ইন্ডাস্ট্রি এবং হল মালিকদের সাহায্য করতেই ভাইজানের এই সিদ্ধান্ত । সলমনের সঙ্গে এই ছবিতে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডাকেও দেখা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.