মুম্বই : আপকামিং ছবি 'অন্তিম'-এ সলমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মা । 6 ডিসেম্বর থেকে মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবির শুটিং শুরু করেছেন তাঁরা ।
2018 সালে মুক্তি পেয়েছিল আয়ুষের প্রথম ছবি 'লাভযাত্রী'। তবে বক্স অফিসে তেমন একটা দাগ কাটতে পারেনি এই ছবি । তাই আয়ুষের ক্যারিয়ারকে গতি দিতে পরবর্তী ছবি একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছেন সলমান । 'অন্তিম'-এ একজন শিখ পুলিশের চরিত্রে অভিনয় করবেন তিনি । আর আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে ।
সূত্রের খবর, 16 নভেম্বর থেকে পুনেতে এই ছবির শুটিং করা হয়েছে । অ্যাকশন দৃশ্য দিয়েই শুরু হয়েছে শুটিং । যদিও সেই সময় সলমান ও আয়ুষ কাউকেই শুটিং করতে দেখা যায়নি । ডিসেম্বর থেকে শুটিং শুরু করেছেন তাঁরা ।
শোনা যাচ্ছে, গোটা ডিসেম্বর মাসেই এই ছবির শুটিং করবেন সলমান । শুধুমাত্র জন্মদিন উপলক্ষ্যে 27 ডিসেম্বর কাজ থেকে ছুটি নেবেন তিনি । আর জানুয়ারির মাঝামাঝিতেই শুটিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা ।
তবে 'অন্তিম' ছাড়াও আরও কয়েকটি ছবি রয়েছে আয়ুষের হাতে । তার মধ্যে 'কাভি ইদ কাভি দিওয়ালি' ছবিতে ফের সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । অন্যদিকে, ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলের সঙ্গে 'কথা' ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।