মুম্বই : শুরু হয়েছিল জিম হিসেবে । সলমন খানের ফিটনেস ব্র্যান্ড 'বিইং হিউম্যান' আজ আর শুধু ফিটনেসে সীমাবদ্ধ নেই । হাইজিন থেকে শুরু করে ক্লোদিং অবধি পৌঁছে গেছে 'হিউম্যান'-এর হাত ।
কয়েকদিন আগে 'বিইং হিউম্য়ান' ব্র্যান্ডের টি-শার্ট পরে ছবি পোস্ট করেছিলেন সলমন । কথা দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি শীতের পোশাক আনবেন তিনি । চারিদিকে শীতের আমেজ পড়তেই কথামতো কাজ করলেন ভাইজান ।
শীতকালের উপযুক্ত পোশাক পরে ছবি শেয়ার করেছেন তিনি । মাল্টিকালার্ড জ্যাকেটে সলমনকে যেমন স্মার্ট লাগছে, তেমনই উষ্ণ ।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "যেমন বলেছিলাম, সেই কথামতো নিয়ে এলাম বিইং হিউম্যান-এর অটম-উইন্টার কালেকশন । আশা করব আপনাদের ভালো লাগবে ।" দেখে নিন সলমনের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে স্যানিটাইজ়ার, ডিওডোরেন্ট, হাইজিন স্প্রে, মাস্ক, হাত ধোয়ার সাবান এই সবকিছু লঞ্চ করেছেন সলমন । শুধু তাই নয়, লকডাউনের সময় অনেক মানুষের মখু খাবারও তুলে দিয়েছে তাঁর এই ব্র্যান্ড ।