ETV Bharat / sitara

কোরোনার থাবায় পরিবর্তিত 'রাধে'-র প্রোডাকশন প্ল্যান ?

author img

By

Published : Jul 11, 2020, 1:31 PM IST

কোরোনার থাবায় পরিবর্তিত হতে পারে 'রাধে'-র প্রোডাকশন প্ল্যান । একটি গান ও একটি অ্যাকশন সিকুয়েন্স শুট করার জন্য আজ়েরিবাইজানে যাওয়ার কথা ছিল টিমের । কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শোনা যাচ্ছে যে, কোনও সিটি স্টুডিয়োতেই শুট হবে সেই অংশটির ।

Salman Khan latest news
Salman Khan latest news

মুম্বই : কোরোনার কারণে এখন দেশের বাইরে যাওয়া খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে । আর শুটিংয়ের জন্য পুরো টিম নিয়ে অন্য দেশে যাওয়া একেবারেই ঠিক নয় বলে মত বিশেষজ্ঞদের । আর তাই বিদেশে শুট না করে ফিল্ম সিটি স্টুডিয়োতেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, আজ়েরিবাইজানে শুট করার পরিবর্তে এক ফিল্ম সিটি স্টুডিয়োতেই শেষ হবে সলমনের পরবর্তীর প্রোজেক্টের বাকি কাজ । টিমের এক সদস্য জানালেন, "এই মুহূর্তে ভিশুয়াল এফেক্টের মাধ্য়মে স্টুডিয়োতে শুট করাই সবথেকে ভালো আইডিয়া বলে মনে করছে সবাই ।"

তিনি এও জানান যে, "এখনও 10-12 দিনের কাজ বাকি রয়েছে । ফিল্ম সিটি স্টুডিয়োতে একটি অ্যাকশন দৃশ্য শুট করার কথা রয়েছে ।" তবে এখনও অফিশিয়াল কোনও স্টেটমেন্ট পাওয়া যায়নি ফিল্ম নির্মাতাদের তরফ থেকে ।

আরও পড়ুন : অগাস্টে শুরু হতে চলেছে 'রাধে'-র শুটিং ?

শোনা যাচ্ছে, আসন্ন দিওয়ালিতে মুক্তি পেতে পারে 'রাধে..' তবে পুরোটাই এখন কোরোনা পরিস্থিতির নির্ভর করে আছে । অগাস্টেই শুটিং শুরু হতে চলেছে এই ছবির । আর শুটিংয়ের জন্য মেহবুব স্টুডিয়োর একটা ফ্লোরও বুক করে রেখেছেন সলমন ।

মুম্বই : কোরোনার কারণে এখন দেশের বাইরে যাওয়া খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে । আর শুটিংয়ের জন্য পুরো টিম নিয়ে অন্য দেশে যাওয়া একেবারেই ঠিক নয় বলে মত বিশেষজ্ঞদের । আর তাই বিদেশে শুট না করে ফিল্ম সিটি স্টুডিয়োতেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, আজ়েরিবাইজানে শুট করার পরিবর্তে এক ফিল্ম সিটি স্টুডিয়োতেই শেষ হবে সলমনের পরবর্তীর প্রোজেক্টের বাকি কাজ । টিমের এক সদস্য জানালেন, "এই মুহূর্তে ভিশুয়াল এফেক্টের মাধ্য়মে স্টুডিয়োতে শুট করাই সবথেকে ভালো আইডিয়া বলে মনে করছে সবাই ।"

তিনি এও জানান যে, "এখনও 10-12 দিনের কাজ বাকি রয়েছে । ফিল্ম সিটি স্টুডিয়োতে একটি অ্যাকশন দৃশ্য শুট করার কথা রয়েছে ।" তবে এখনও অফিশিয়াল কোনও স্টেটমেন্ট পাওয়া যায়নি ফিল্ম নির্মাতাদের তরফ থেকে ।

আরও পড়ুন : অগাস্টে শুরু হতে চলেছে 'রাধে'-র শুটিং ?

শোনা যাচ্ছে, আসন্ন দিওয়ালিতে মুক্তি পেতে পারে 'রাধে..' তবে পুরোটাই এখন কোরোনা পরিস্থিতির নির্ভর করে আছে । অগাস্টেই শুটিং শুরু হতে চলেছে এই ছবির । আর শুটিংয়ের জন্য মেহবুব স্টুডিয়োর একটা ফ্লোরও বুক করে রেখেছেন সলমন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.