ETV Bharat / sitara

প্রতিদ্বন্দ্বিতা অতীত, এক ছবিতে একসঙ্গে শাহরুখ-সলমন - শাহরুখ খানের খবর

শাহরুখ খানের 'পাঠান' ছবিতে দেখা যাবে সলমন খানকে । নিজেই সরাসরি একথা জানালেন ভাইজান ।

Salman and SRK work in Pathan
Salman and SRK work in Pathan
author img

By

Published : Feb 14, 2021, 7:50 PM IST

মুম্বই : এক সময় শোনা যেত, শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের নাকি মুখ দেখাদেখি নেই । আমির নাকি তাঁর বাড়িতে শাহরুখের নামে কুকুর পুষেছেন । এদিকে শাহরুখ আবার নিজেকে 'কিং খান'-এর তকমা দেন, সেরার মুকুট তুলে দেন । সলমনের একের পর এক ফ্লপ ছবি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি দুই খান । তবে এসব এখন অতীত । বলিউডের তিন খান আর প্রতিদ্বন্দ্বিতার জায়গায় নেই ।

Salman and SRK work in Pathan
...

তাই একে অপরের ছবিতে দেখা যায় তিন খানকে । ঠিক যেমন শাহরুখের 'পাঠান' ছবিতে দেখা যাবে সলমন খানকে । এতদিন শুধুমাত্র জল্পনা শোনা যাচ্ছিল । এবার সরাসরি সলমনই জানালেন খবরটি ।

'বিগ বস'-এর মঞ্চে দাঁড়িয়ে সলমন বললেন যে, "এরপর পাঠান, টাইগার, কভি ইদ কভি দিওয়ালি-ছবিতে অভিনয় করব । জীবন এভাবে এগিয়ে চলে । আর আট মাস চলতে চলতে বিগ বস-এর সিজ়ন 15 এসে যাবে ।"

সলমনের বক্তব্য ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

তিন খানের পর বলিউডের সেই স্টার কালচারটাই উঠে গেছে । এখন তেমন 'লার্জার দ্যান লাইফ' চরিত্র নেই, আর ব্যক্তিগত জীবনেও তারকারা অনেক বেশি খোলামেলা । তিন খানও তাই বক্স অফিসের লড়াই ভুলে প্রফেশনাল এবং পার্সোনাল জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন । আমির খানের 'লাল সিং চড্ডা'-তেও নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ ও সলমন ।

মুম্বই : এক সময় শোনা যেত, শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের নাকি মুখ দেখাদেখি নেই । আমির নাকি তাঁর বাড়িতে শাহরুখের নামে কুকুর পুষেছেন । এদিকে শাহরুখ আবার নিজেকে 'কিং খান'-এর তকমা দেন, সেরার মুকুট তুলে দেন । সলমনের একের পর এক ফ্লপ ছবি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি দুই খান । তবে এসব এখন অতীত । বলিউডের তিন খান আর প্রতিদ্বন্দ্বিতার জায়গায় নেই ।

Salman and SRK work in Pathan
...

তাই একে অপরের ছবিতে দেখা যায় তিন খানকে । ঠিক যেমন শাহরুখের 'পাঠান' ছবিতে দেখা যাবে সলমন খানকে । এতদিন শুধুমাত্র জল্পনা শোনা যাচ্ছিল । এবার সরাসরি সলমনই জানালেন খবরটি ।

'বিগ বস'-এর মঞ্চে দাঁড়িয়ে সলমন বললেন যে, "এরপর পাঠান, টাইগার, কভি ইদ কভি দিওয়ালি-ছবিতে অভিনয় করব । জীবন এভাবে এগিয়ে চলে । আর আট মাস চলতে চলতে বিগ বস-এর সিজ়ন 15 এসে যাবে ।"

সলমনের বক্তব্য ভাইরাল সোশাল মিডিয়ায় । দেখে নিন...

তিন খানের পর বলিউডের সেই স্টার কালচারটাই উঠে গেছে । এখন তেমন 'লার্জার দ্যান লাইফ' চরিত্র নেই, আর ব্যক্তিগত জীবনেও তারকারা অনেক বেশি খোলামেলা । তিন খানও তাই বক্স অফিসের লড়াই ভুলে প্রফেশনাল এবং পার্সোনাল জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন । আমির খানের 'লাল সিং চড্ডা'-তেও নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ ও সলমন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.