মুম্বই : গতকাল অর্থাৎ 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে সলমন খান স্বচ্ছ ভারতের সংকল্প নিলেন । কর্মীদের সঙ্গে হাত লাগিয়ে পরিষ্কার করলেন পানভেল ফার্মহাউজ় । দেখা গেল তাঁর রিউমর্ড গার্লফ্রেন্ড ইউলিয়া ভন্তুরকেও ।
ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সলমন খান । ফার্মহাউজ়ের বাগান, রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করছেন অভিনেতা । বৃষ্টি পড়ছে, তবে তাতেও থামলেন না তিনি ।
শোনা গেছিল যে, সাইক্লোন নিস্বর্গের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর ফার্মহাউজ় । তবে সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি ভাইজান ।
ভিডিয়োটি শেয়ার করে সলমন লিখেছেন, "#SwachhBharat #WorldEnvironmentDay" ..দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি নিজস্ব স্যানিটাইজ়ারের ব্র্যান্ড লঞ্চ করেছেন সলমন । মুম্বই পুলিশদের বিলিও করেছেন তিনি এই স্যানিটাইজ়ার । প্রথমে পারফিউম লঞ্চ করবেন ভাবলেও, পরিস্থিতির কথা ভেবে স্যানিটাইজ়ার তৈরির সিদ্ধান্ত নেন তিনি ।