মুম্বই : কোরোনায় আক্রান্ত সলমন খানের গাড়ির চালক ও দু'জন পরিচারক । ইতিমধ্যেই তাঁদের মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । আর সেই সঙ্গে সলমন ও তাঁর পরিবারের সদস্যদেরও কোরোনা পরীক্ষা করানো হয়েছে । কী এল রিপোর্ট ?
IANS সূত্রে জানা যাচ্ছে যে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে অভিনেতার তরফ থেকে এখনও কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি ।
চালক ও দুই পরিচারকের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানার পরই তাঁদের হাসপাতালে ভরতির ব্যবস্থা করেন সলমন । এরপর পরিবারের সঙ্গে 14 দিন আইসোলেশনে থাকবেন বলে সিদ্ধান্ত নেন তিনি । এদিকে কয়েক দিন পরেই রয়েছে সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকী । পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি বড় করে পালন করবেন বলে ঠিক করেছিলেন সলমন । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে ।
কাজের দিক থেকে লকডাউন শিথিল হওয়ার পর 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবির শুটিং শুরু করেছিলেন সলমন । সেখানে রণদীপ হুডা ও দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । পরিস্থিতি ঠিক থাকলে চলতি বছরের ইদে মুক্তি পেত এই ছবি । কিন্তু, কোরোনার জেরে তা পিছিয়ে গিয়েছে । যদিও এরপর কবে তা মুক্তি পাবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ।