ETV Bharat / sitara

নিজের ইউটিউব চ্যানেলের প্রথম গান, টিজ়ার শেয়ার করলেন সলমন - সলমন খানের ইউটিউব

নিজের ইউটিউব চ্যানেল Being Salman Khan-এ কোরোনা থিমের গান রিলিজ় করতে চলেছেন সলমন খান । গানটা ভাইজান নিজেই গেয়েছেন ।

salman khan new song pyar karona
salman khan new song pyar karona
author img

By

Published : Apr 19, 2020, 2:24 PM IST

মুম্বই : এবার গানের মাধ্য়মে কোরোনা সতর্কতা ছড়াবেন সলমন খান । তাই ইউটিউব চ্যানেলে আগামীকাল আসতে চলেছে তাঁরই গাওয়া গান । নাম, 'পেয়ার করোনা' ।

ইনস্টাগ্রামে গানটির একটি টিজ়ার শেয়ার করেছেন সলমন । সাদাকালো ব্যাকগ্রাউন্ডে সলমন সবাইকে হাত জোড় করে নমস্কার জানিয়েছেন, কপালে হাত ঠেকিয়ে সলাম করেছেন ।

ক্যাপশনে লিখেছেন, "সবাইকে জানাতে চাই যে, আমার ইউটিউব চ্যানেল, আমার কী বলছি, আপনাদের ইউটিউব চ্যানেলে, নতুন গান আসছে..আশা করছি আপনারা সেটা হ্যান্ডল করতে পারবেন ।"

গানটির কথা লিখেছেন, সলমন আর হুসেন দালাল আর সুর দিয়েছেন সাজিদ-ওয়াজিদ । দেখে নিন আপনারাও...

আপাতত পানভেলের ফার্মহাউজ়ে রয়েছেন সলমন খান । তবে সেখানে তিনি একা রয়েছেন না রিউমর্ড গার্লফ্রেন্ড ইউলিয়া ভন্তুরের সঙ্গে রয়েছেন, তাই নিয়ে চলছে জোর জল্পনা ।

মুম্বই : এবার গানের মাধ্য়মে কোরোনা সতর্কতা ছড়াবেন সলমন খান । তাই ইউটিউব চ্যানেলে আগামীকাল আসতে চলেছে তাঁরই গাওয়া গান । নাম, 'পেয়ার করোনা' ।

ইনস্টাগ্রামে গানটির একটি টিজ়ার শেয়ার করেছেন সলমন । সাদাকালো ব্যাকগ্রাউন্ডে সলমন সবাইকে হাত জোড় করে নমস্কার জানিয়েছেন, কপালে হাত ঠেকিয়ে সলাম করেছেন ।

ক্যাপশনে লিখেছেন, "সবাইকে জানাতে চাই যে, আমার ইউটিউব চ্যানেল, আমার কী বলছি, আপনাদের ইউটিউব চ্যানেলে, নতুন গান আসছে..আশা করছি আপনারা সেটা হ্যান্ডল করতে পারবেন ।"

গানটির কথা লিখেছেন, সলমন আর হুসেন দালাল আর সুর দিয়েছেন সাজিদ-ওয়াজিদ । দেখে নিন আপনারাও...

আপাতত পানভেলের ফার্মহাউজ়ে রয়েছেন সলমন খান । তবে সেখানে তিনি একা রয়েছেন না রিউমর্ড গার্লফ্রেন্ড ইউলিয়া ভন্তুরের সঙ্গে রয়েছেন, তাই নিয়ে চলছে জোর জল্পনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.