ETV Bharat / sitara

Birth Day স্পেশাল : 75 বছরে বলিউডের 'চাঁদ কা টুকরা' - সায়রা বানু

অভিনয় দক্ষতা আর সৌন্দর্যের মিশেলে সায়রা বানু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উল্লেখযোগ্য নাম। আজ 75 বছরে পা দিলেন অভিনেত্রী।

সায়রা বানু জন্মদিন
author img

By

Published : Aug 23, 2019, 2:42 AM IST

1944 সালের ২৩ অগাস্ট সায়রার জন্ম ব্রিটিশ ইন্ডিয়ার মুসৌরিতে। তাঁর মা নসিম বানুও একজন পরিচিত অভিনেত্রী ছিলেন, তাঁকে ভারতীয় সিনেমার প্রথম 'মহিলা সুপারস্টার'-ও বলেন অনেকে। সায়রার শৈশবের অনেকটাই কাটে লন্ডনে। লন্ডনে নিজের পড়াশুনা শেষ করে তিনি ভারতে ফেরেন।

মাত্র 16 বছর বয়সে অভিনেত্রী হিসেবে ডেবিউ করেন সায়রা। শাম্মী কাপুরের বিপরীতে 'জঙ্গলি' ছবি দিয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ার। প্রথম ছবিতেই বাজিমাত। ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে নমিনেশন পান সায়রা। 'পড়োসন'-এর আগে সায়রা ১২ টিরও বেশি হিট ছবিতে অভিনয় করেছেন। তবে এই ছবিটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

1966 সালের ১১ অক্টোবর দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয় সায়রার। 1988 সালে তাঁর 'ফয়সলা' ছবিটি মুক্তি পাওয়ার পর সায়রাও সিদ্ধান্ত নিয়ে নেন যে, তিনি দিলীপ কুমারের সেবা যত্নেই নিজেকে নিমজ্জিত রাখবেন। রেখেওছেন তাই। অ্যালজ়াইমার্স আক্রান্ত 'দিলীপ সাব'-এর সঙ্গে ছায়ার মতো থাকেন অভিনেত্রী।

তবে আজও তিনি এতটাই সুন্দর আর গ্রেসফুল রয়েছেন যে 'উনসে মিলি নজ়র কে মেরে হোশ উড় গ্যায়' গানটা যেন তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। জন্মদিনে ETV ভারত সিতারার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা সায়রা বানুকে।

দেখুন বিশেষ প্যাকেজ

1944 সালের ২৩ অগাস্ট সায়রার জন্ম ব্রিটিশ ইন্ডিয়ার মুসৌরিতে। তাঁর মা নসিম বানুও একজন পরিচিত অভিনেত্রী ছিলেন, তাঁকে ভারতীয় সিনেমার প্রথম 'মহিলা সুপারস্টার'-ও বলেন অনেকে। সায়রার শৈশবের অনেকটাই কাটে লন্ডনে। লন্ডনে নিজের পড়াশুনা শেষ করে তিনি ভারতে ফেরেন।

মাত্র 16 বছর বয়সে অভিনেত্রী হিসেবে ডেবিউ করেন সায়রা। শাম্মী কাপুরের বিপরীতে 'জঙ্গলি' ছবি দিয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ার। প্রথম ছবিতেই বাজিমাত। ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে নমিনেশন পান সায়রা। 'পড়োসন'-এর আগে সায়রা ১২ টিরও বেশি হিট ছবিতে অভিনয় করেছেন। তবে এই ছবিটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

1966 সালের ১১ অক্টোবর দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয় সায়রার। 1988 সালে তাঁর 'ফয়সলা' ছবিটি মুক্তি পাওয়ার পর সায়রাও সিদ্ধান্ত নিয়ে নেন যে, তিনি দিলীপ কুমারের সেবা যত্নেই নিজেকে নিমজ্জিত রাখবেন। রেখেওছেন তাই। অ্যালজ়াইমার্স আক্রান্ত 'দিলীপ সাব'-এর সঙ্গে ছায়ার মতো থাকেন অভিনেত্রী।

তবে আজও তিনি এতটাই সুন্দর আর গ্রেসফুল রয়েছেন যে 'উনসে মিলি নজ়র কে মেরে হোশ উড় গ্যায়' গানটা যেন তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। জন্মদিনে ETV ভারত সিতারার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা সায়রা বানুকে।

দেখুন বিশেষ প্যাকেজ
Intro:Body:

Birth Day স্পেশাল : 75 বছরে বলিউডের 'চাঁদ কা টুকরা'



অভিনয় দক্ষতা আর সৌন্দর্যের মিশেলে সায়রা বানু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উল্লেখযোগ্য নাম। আজ 75 বছরে পা দিলেন অভিনেত্রী।

1944 সালের ২৩ অগাস্ট সায়রার জন্ম ব্রিটিশ ইন্ডিয়ার মুসৌরিতে। তাঁর মা নসিম বানুও একজন পরিচিত অভিনেত্রী ছিলেন, তাঁকে ভারতীয় সিনেমার প্রথম 'মহিলা সুপারস্টার'-ও বলেন অনেকে। সায়রার শৈশবের অনেকটাই কাটে লন্ডনে। লন্ডনে নিজের পড়াশুনা শেষ করে তিনি ভারতে ফেরেন।



মাত্র 16 বছর বয়সে অভিনেত্রী হিসেবে ডেবিউ করেন সায়রা। শাম্মী কাপুরের বিপরীতে 'জঙ্গলি' ছবি দিয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ার। প্রথম ছবিতেই বাজিমাত। ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে নমিনেশন পান সায়রা।

পড়োসন-এর আগে সায়রা ১২ টিরও বেশি হিট ছবিতে অভিনয় করেছেন। তবে এই ছবিটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।



1966 সালের ১১ অক্টোবর দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয় সায়রার। 1988 সালে তাঁর 'ফয়সলা' ছবিটি মুক্তি পাওয়ার পর সায়রাও সিদ্ধান্ত নিয়ে নেন যে, তিনি দিলীপ কুমারের সেবা যত্নেই নিজেকে নিমজ্জিত রাখবেন। রেখেওছেন তাই। অ্যালজ়াইমার্স আক্রান্ত 'দিলীপ সাব'-এর সঙ্গে ছায়ার মতো থাকেন অভিনেত্রী।



তবে আজও তিনি এতটাই সুন্দর আর গ্রেসফুল রয়েছেন যে 'উনসে মিলি নজ়র কে মেরে হোশ উড় গ্যায়' গানটা যেন তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। জন্মদিনে ETV ভারত সিতারার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা সায়রা বানুকে।





 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.