ETV Bharat / sitara

"আমারই মতো", পরিণীতির লুক শেয়ার করে বললেন সাইনা - Saina shares Parineeti look

প্রকাশ্যে এল সাইনা নেহওয়ালের বায়োপিকে পরিণীতি চোপড়ার লুক । আজ এই লুকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন সাইনা নিজেই ।

sdf
szdf
author img

By

Published : Nov 5, 2020, 8:18 PM IST

মুম্বই : ছোটো করে কাটা চুল, গালে তিল, চাহুনিও হুবহু একই রকম । এক ঝলকে পরিণীতি চোপড়াকে দেখলে সাইনা নেহওয়াল বলেই মনে হবে । আর হবে নাই বা কেন ! বড় পরদায় যে সাইনার চরিত্রে অভিনয় করবেন তিনি ।

আসছে সাইনার বায়োপিক । সেখানে তাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিণীতিকে । আর আজ সোশাল মিডিয়ায় পরিণীতির সেই লুক প্রকাশ্যে আনেন সাইনা । ছবির ক্যাপশনে লেখেন, "আমার লুকঅ্যালাইক"।

এই ছবির শুটিং শুরু হয়েছিল হত বছরের শেষের দিকে । এই চরিত্রের জন্য অনেকদিন ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন পরিণীতি । তারপর শুরু করেছিলেন শুটিং । প্রথমে সাইনার চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের । কিন্তু, হাতে অন্য ছবি থাকায় সেই সময় এই ছবিটি নাকচ করে দিয়েছিলেন তিনি । তারপরই ছবি চলে যায় পরিণীতির হাতে ।

ছবির শুটিং শুরু হওয়ার পর পরিণীতির আরও একটি ছবি পোস্ট করেছিলেন সাইনা । সেখানে কর্ক হাতে নিয়ে দেখা গিয়েছিল পরিণীতিকে । সেই সময় ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন সাইনা । পালটা সাইনাকে ধন্যবাদ জানিয়েছিলেন পরিণীতি ।

এই ছবি প্রসঙ্গে পরিণীতি বলেছিলেন, "এই প্রোজেক্ট আমার জন্য একেবারেই সঠিক । কারণ আমার যা কিছু প্রয়োজন আছে সেই সবই অমল স্যার আমাকে দিচ্ছেন । ছবির জন্য় খুশি হওয়ার পাশাপাশি আমি বেশ নার্ভাস ।"

ছবিটি পরিচালনা করেন অমল গুপ্ত ।

মুম্বই : ছোটো করে কাটা চুল, গালে তিল, চাহুনিও হুবহু একই রকম । এক ঝলকে পরিণীতি চোপড়াকে দেখলে সাইনা নেহওয়াল বলেই মনে হবে । আর হবে নাই বা কেন ! বড় পরদায় যে সাইনার চরিত্রে অভিনয় করবেন তিনি ।

আসছে সাইনার বায়োপিক । সেখানে তাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিণীতিকে । আর আজ সোশাল মিডিয়ায় পরিণীতির সেই লুক প্রকাশ্যে আনেন সাইনা । ছবির ক্যাপশনে লেখেন, "আমার লুকঅ্যালাইক"।

এই ছবির শুটিং শুরু হয়েছিল হত বছরের শেষের দিকে । এই চরিত্রের জন্য অনেকদিন ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন পরিণীতি । তারপর শুরু করেছিলেন শুটিং । প্রথমে সাইনার চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের । কিন্তু, হাতে অন্য ছবি থাকায় সেই সময় এই ছবিটি নাকচ করে দিয়েছিলেন তিনি । তারপরই ছবি চলে যায় পরিণীতির হাতে ।

ছবির শুটিং শুরু হওয়ার পর পরিণীতির আরও একটি ছবি পোস্ট করেছিলেন সাইনা । সেখানে কর্ক হাতে নিয়ে দেখা গিয়েছিল পরিণীতিকে । সেই সময় ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন সাইনা । পালটা সাইনাকে ধন্যবাদ জানিয়েছিলেন পরিণীতি ।

এই ছবি প্রসঙ্গে পরিণীতি বলেছিলেন, "এই প্রোজেক্ট আমার জন্য একেবারেই সঠিক । কারণ আমার যা কিছু প্রয়োজন আছে সেই সবই অমল স্যার আমাকে দিচ্ছেন । ছবির জন্য় খুশি হওয়ার পাশাপাশি আমি বেশ নার্ভাস ।"

ছবিটি পরিচালনা করেন অমল গুপ্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.