ETV Bharat / sitara

প্রাক্তন স্ত্রী অমৃতার কাছে কৃতজ্ঞ সইফ.. - অমৃতার ব্যাপারে সইফ আলি খান

সম্পর্ক ভেঙে গেলেও স্মৃতি মোছে না। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের বৈবাহিক সম্পর্কটা খুব তিক্ততার সঙ্গে শেষ হলেও এখন তাঁরা দু'জনেই অনেক পরিণত, অনেক সমঝদার। তাই এখন পিছন ফিরে তাকালে অনেক ভালো মুহূর্ত মনে পড়ে।

Saif Ali Khan on Amrita Singh
author img

By

Published : Nov 8, 2019, 10:04 AM IST

মুম্বই : 1991 সালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অমৃতাকে বিয়ে করেছিলেন সইফ। সইফ তখন 20 ও অমৃতার তখন 32 বছর বয়স। 2004 সালে ডিভোর্স হয় তাঁদের। কিন্তু, সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ কৃতজ্ঞতা প্রকাশ করলেন অমৃতার কাছে। কেন ?

সইফ বললেন, "আমি বাড়ি থেকে পালিয়ে 20 বছর বয়সে বিয়ে করি। এবং আমি অমৃতাকে ক্রেডিট দিতে চাই একটা কারণে। একমাত্র ও আমায় শিখিয়েছে সমস্ত কাজকে সিরিয়াসলি নিতে।" অল্পবয়সী সইফকে সেই সময় একেবারে অভিভাবকের মতোই গাইড করেছিলেন অমৃতা। আর সেই কারণে তাঁর কাছে কৃতজ্ঞ সইফ।

তিনি আরও বলেন, "ও আমায় বলত যে, কোনও ব্যাপার নিয়ে মজা করলে কোনওদিন আমি আমার টার্গেট পূরণ করতে পারব না। আর সেই সময়তেই 'পরম্পরা' ছবির কাজটা হয়।"

অমৃতার সেই উপদেশ নিজের একেবারে গভীরে খোদাই করে নিয়েছিলেন সইফ, জানালেন নিজেই। তাই 'পরম্পরা'-র কাজটা তিনি খুবই সিরিয়াসলি করেছিলেন। কারণ সইফ জানতেন যে, যশ চোপড়ার পরিচালনায় ভালো কাজ করতে পারলে অন্যান্য পরিচালকরা তাঁকে নিয়ে ভাববেন। কাজের এই গুরুত্বটা তিনি অমৃতার জন্যই বুঝেছিলেন, মনে করেন অভিনেতা।

এখন সইফ ও অমৃতা দু'জনেই নিজের অবস্থান নিয়ে খুশি। কোনও অনুশোচনা নেই আর। সইফ খুশি তাঁর পরিবার নিয়ে ও অমৃতাও সন্তুষ্ট নিজের ছেলে-মেয়েকে নিয়ে।

মুম্বই : 1991 সালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অমৃতাকে বিয়ে করেছিলেন সইফ। সইফ তখন 20 ও অমৃতার তখন 32 বছর বয়স। 2004 সালে ডিভোর্স হয় তাঁদের। কিন্তু, সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ কৃতজ্ঞতা প্রকাশ করলেন অমৃতার কাছে। কেন ?

সইফ বললেন, "আমি বাড়ি থেকে পালিয়ে 20 বছর বয়সে বিয়ে করি। এবং আমি অমৃতাকে ক্রেডিট দিতে চাই একটা কারণে। একমাত্র ও আমায় শিখিয়েছে সমস্ত কাজকে সিরিয়াসলি নিতে।" অল্পবয়সী সইফকে সেই সময় একেবারে অভিভাবকের মতোই গাইড করেছিলেন অমৃতা। আর সেই কারণে তাঁর কাছে কৃতজ্ঞ সইফ।

তিনি আরও বলেন, "ও আমায় বলত যে, কোনও ব্যাপার নিয়ে মজা করলে কোনওদিন আমি আমার টার্গেট পূরণ করতে পারব না। আর সেই সময়তেই 'পরম্পরা' ছবির কাজটা হয়।"

অমৃতার সেই উপদেশ নিজের একেবারে গভীরে খোদাই করে নিয়েছিলেন সইফ, জানালেন নিজেই। তাই 'পরম্পরা'-র কাজটা তিনি খুবই সিরিয়াসলি করেছিলেন। কারণ সইফ জানতেন যে, যশ চোপড়ার পরিচালনায় ভালো কাজ করতে পারলে অন্যান্য পরিচালকরা তাঁকে নিয়ে ভাববেন। কাজের এই গুরুত্বটা তিনি অমৃতার জন্যই বুঝেছিলেন, মনে করেন অভিনেতা।

এখন সইফ ও অমৃতা দু'জনেই নিজের অবস্থান নিয়ে খুশি। কোনও অনুশোচনা নেই আর। সইফ খুশি তাঁর পরিবার নিয়ে ও অমৃতাও সন্তুষ্ট নিজের ছেলে-মেয়েকে নিয়ে।

Intro:Body:

প্রাক্তন স্ত্রী অমৃতার কাছে কৃতজ্ঞ সইফ..



সম্পর্ক ভেঙে গেলেও স্মৃতি মোছে না। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের বৈবাহিক সম্পর্কটা খুব তিক্ততার সঙ্গে শেষ হলেও এখন তাঁরা দু'জনেই অনেক পরিণত, অনেক সমঝদার। তাই এখন পিছন ফিরে তাকালে অনেক ভালো মুহূর্ত মনে পড়ে।



মুম্বই : 1991 সালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অমৃতাকে বিয়ে করেছিলেন সইফ। সইফ তখন 20 ও অমৃতার তখন 32 বছর বয়স। 2004 সালে ডিভোর্স হয় তাঁদের। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ কৃতজ্ঞতা প্রকাশ করলেন অমৃতার কাছে। কেন ?



সইফ বললেন, "আমি বাড়ি থেকে পালিয়ে 20 বছর বয়সে বিয়ে করি। এবং আমি শুধুমাত্র অমৃতাকেই ক্রেডিট দিতে চাই একটা কারণে। ওই আমায় শিখিয়েছে সমস্ত কাজকে সিরিয়াসলি নিতে।" অল্পবয়সী সইফকে একেবারে অভিভাবকের মতোই গাইড করেছিলেন অমৃতা। আর সেই কারণে তাঁর কাছে কৃতজ্ঞ সইফ।



তিনি আরও বলেন, "ও আমায় বলত যে, কোনও ব্যাপার নিয়ে মজা করলে কোনওদিন আমি আমার টার্গেট পূরণ করতে পারব না। আর সেই সময়তেই 'পরম্পরা' ছবির কাজটা হয়।"



অমৃতার সেই উপদেশ নিজের একেবারে গভীরে খোদাই করে নিয়েছিলেন সইফ, জানালেন নিজেই। তাই 'পরম্পরা'-র কাজটা তিনি খুবই সিরিয়াসলি করেছিলেন। কারণ সইফ জানতেন যে, যশ চোপড়ার পরিচালনায় ভালো কাজ করতে পারলে অন্যান্য পরিচালকরা তাঁকে নিয়ে ভাববেন। কাজের এই গুরুত্বটা তিনি অমৃতার জন্যই বুঝেছিলেন, মনে করেন অভিনেতা।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.