মুম্বই : 1991 সালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অমৃতাকে বিয়ে করেছিলেন সইফ। সইফ তখন 20 ও অমৃতার তখন 32 বছর বয়স। 2004 সালে ডিভোর্স হয় তাঁদের। কিন্তু, সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ কৃতজ্ঞতা প্রকাশ করলেন অমৃতার কাছে। কেন ?
সইফ বললেন, "আমি বাড়ি থেকে পালিয়ে 20 বছর বয়সে বিয়ে করি। এবং আমি অমৃতাকে ক্রেডিট দিতে চাই একটা কারণে। একমাত্র ও আমায় শিখিয়েছে সমস্ত কাজকে সিরিয়াসলি নিতে।" অল্পবয়সী সইফকে সেই সময় একেবারে অভিভাবকের মতোই গাইড করেছিলেন অমৃতা। আর সেই কারণে তাঁর কাছে কৃতজ্ঞ সইফ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি আরও বলেন, "ও আমায় বলত যে, কোনও ব্যাপার নিয়ে মজা করলে কোনওদিন আমি আমার টার্গেট পূরণ করতে পারব না। আর সেই সময়তেই 'পরম্পরা' ছবির কাজটা হয়।"
অমৃতার সেই উপদেশ নিজের একেবারে গভীরে খোদাই করে নিয়েছিলেন সইফ, জানালেন নিজেই। তাই 'পরম্পরা'-র কাজটা তিনি খুবই সিরিয়াসলি করেছিলেন। কারণ সইফ জানতেন যে, যশ চোপড়ার পরিচালনায় ভালো কাজ করতে পারলে অন্যান্য পরিচালকরা তাঁকে নিয়ে ভাববেন। কাজের এই গুরুত্বটা তিনি অমৃতার জন্যই বুঝেছিলেন, মনে করেন অভিনেতা।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এখন সইফ ও অমৃতা দু'জনেই নিজের অবস্থান নিয়ে খুশি। কোনও অনুশোচনা নেই আর। সইফ খুশি তাঁর পরিবার নিয়ে ও অমৃতাও সন্তুষ্ট নিজের ছেলে-মেয়েকে নিয়ে।