ETV Bharat / sitara

তইমুরকে নিয়ে ট্রোলিং, ক্ষমা করে দিলেন সইফ - সইফ আলি খানের খবর

তইমুর আলি খানকে নিয়ে যেমন মাতামাতি রয়েছে, তেমনই বিভিন্ন কারণে ট্রোল করা হয় তাকে । ছোট্ট নিষ্পাপ একটি বাচ্চাকেও ছেড়ে কথা বলে না নেটিজেনরা । এই বিষয়টি নিয়ে মুখ খুললেন সইফ আলি খান ।

Saif Ali Khan on social media negativity
Saif Ali Khan on social media negativity
author img

By

Published : Dec 3, 2020, 11:12 AM IST

মুম্বই : জন্মের পরই রাতারাতি জনপ্রিয় হয়ে যায় তইমুর আলি খান । তার এক ঝলক ছবি তোলার জন্য পাপারাৎজ়িরা মুখিয়ে থাকেন । তার ছবি দেখে অনেকেরই মন ভালো হয়ে যায় । সোশাল মিডিয়ায় রয়েছে তইমুরের একাধিক ফ্যানপেজ । তবে নিন্দুকরা তাদের কাজ করেই যাবে । ছোট্ট তইমুরকে নিয়ে খারাপ কথা বলতে একটুও বাঁধে না একদল মানুষের । তারা একবারও ভেবে দেখেন না যে, এই জনপ্রিয়তা তৈরির পিছনে তইমুরের আদৌ কোনও হাত নেই ।

সম্প্রতি মা করিনা কাপুরের সঙ্গে মাটির জিনিস তৈরি করতে মেতেছিল তইমুর । গ্রাম্য পরিবেশে সারা হাতে মাটি লেপে সে পটারি বিষয়টা শিখছিল খুব মজা করে । তবে এটা নিয়েও আপত্তি রয়েছে নেটিজেনদের । তারা খুদেকে নিয়ে ট্রোল করা শুরু করেন ।

বিষয়টি এক সংবাদমাধ্যমকে সইফ বলেন, "আমি মানুষের হতাশাটা বুঝতে পারি । একটা বড় শহরে একটা ছোটো অ্যাপার্টমেন্টে থাকাটা যন্ত্রণার । তাই আমি এইসব ব্যাপারগুলো ক্ষমা করে দিই । আমি ওদের মানসিকতা বুঝতে পারি ।"

Saif Ali Khan on social media negativity
করিনার সঙ্গে পটারিতে ব্যস্ত তইমুর

সইফ এটাও যোগ করেন যে, অভিনয় করার কারণে তিনি পৃথিবীর অনেক জায়গায় যেতে পারেন । ফলে মুক্তমনে কোনও কিছুকে বিচার করার ক্ষমতা তৈরি হয়েছে তাঁর । অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত । ফলে একটা সীমাবদ্ধতা তো এসেই যায় ।

সইফের এই কথা কি আদৌ কোনও নিন্দুককে ভাবাবে ? উত্তর দেবে সময় ।

মুম্বই : জন্মের পরই রাতারাতি জনপ্রিয় হয়ে যায় তইমুর আলি খান । তার এক ঝলক ছবি তোলার জন্য পাপারাৎজ়িরা মুখিয়ে থাকেন । তার ছবি দেখে অনেকেরই মন ভালো হয়ে যায় । সোশাল মিডিয়ায় রয়েছে তইমুরের একাধিক ফ্যানপেজ । তবে নিন্দুকরা তাদের কাজ করেই যাবে । ছোট্ট তইমুরকে নিয়ে খারাপ কথা বলতে একটুও বাঁধে না একদল মানুষের । তারা একবারও ভেবে দেখেন না যে, এই জনপ্রিয়তা তৈরির পিছনে তইমুরের আদৌ কোনও হাত নেই ।

সম্প্রতি মা করিনা কাপুরের সঙ্গে মাটির জিনিস তৈরি করতে মেতেছিল তইমুর । গ্রাম্য পরিবেশে সারা হাতে মাটি লেপে সে পটারি বিষয়টা শিখছিল খুব মজা করে । তবে এটা নিয়েও আপত্তি রয়েছে নেটিজেনদের । তারা খুদেকে নিয়ে ট্রোল করা শুরু করেন ।

বিষয়টি এক সংবাদমাধ্যমকে সইফ বলেন, "আমি মানুষের হতাশাটা বুঝতে পারি । একটা বড় শহরে একটা ছোটো অ্যাপার্টমেন্টে থাকাটা যন্ত্রণার । তাই আমি এইসব ব্যাপারগুলো ক্ষমা করে দিই । আমি ওদের মানসিকতা বুঝতে পারি ।"

Saif Ali Khan on social media negativity
করিনার সঙ্গে পটারিতে ব্যস্ত তইমুর

সইফ এটাও যোগ করেন যে, অভিনয় করার কারণে তিনি পৃথিবীর অনেক জায়গায় যেতে পারেন । ফলে মুক্তমনে কোনও কিছুকে বিচার করার ক্ষমতা তৈরি হয়েছে তাঁর । অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত । ফলে একটা সীমাবদ্ধতা তো এসেই যায় ।

সইফের এই কথা কি আদৌ কোনও নিন্দুককে ভাবাবে ? উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.