ETV Bharat / sitara

"অনুতাপ হয়", কেন বললেন সইফ ?

'পরম্পরা' দিয়ে ক্যারিয়ার শুরু করেন সইফ আলি খান । ছবিটি একেবারেই দর্শকের মন জয় করতে পারেনি । আর সেই থেকেই সইফের ক্যারিয়ারে টিকে থাকার স্ট্রাগল শুরু । নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে সইফের ক্যারিয়ার । কোনও অনুতাপ আছে ? এই প্রশ্নে অভিনেতার উত্তর,"আছে, তবে খুব বেশি নয়" ।

author img

By

Published : Feb 27, 2020, 11:50 AM IST

Saif Ali Khan on his career
Saif Ali Khan on his career

মুম্বই : ভালো অভিনেতার তকমা পেতে বেশ কয়েক বছর সময় লেগেছিল সইফ আলি খানের । তার আগে অবধি বিখ্য়াত বাবা-মা শর্মিলা ঠাকুর ও মনসুর আলি পতৌদির ছেলে হিসেবেই পরিচিত ছিলেন সইফ । নিজের যোগ্যতায় নিজের পরিচয় গড়াটা সহজ ছিল না..তবে করে দেখিয়েছেন তিনি । পিছনে ফিরে দেখলে অনুতাপ হয় ঠিকই, তবে একটু অনুতাপ থাকা ভালো, মনে করেন সইফ ।

IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সইফ বলেন, "অবশ্যই অনুতাপ হয়, তবে খুব বেশি নয় । আমার মনে হয়, একটু অনুতাপ থাকা ভালো । তাহলেই ভুল শুধরে নতুন কিছু শেখা যায় । অনুতাপ থাকা মানেই আমরা মানুষ । এই ছোটো ছোটো অনুতাপগুলোই আমাদের জীবনকে সুন্দর করে । তাই হ্যাঁ, আমার অনুতাপ আছে, কিন্তু, সেটা খুব সিরিয়াস নয় ।"

Saif Ali Khan on his career
পরম্পরা-তে সইফ

নিজের জার্নি প্রসঙ্গে সইফ বলেন, "একটা লম্বা জার্নির মধ্যে দিয়ে এসেছি আমি । অনেক পরিশ্রম করেছি । যেহেতু খুব অল্প বয়সে শুরু করেছি , তাই এখন পিছন ফিরে তাকালে নিজেরই ক্লান্ত লাগে । মনে হয় কতটা পথ হেঁটেছি আমি ! তবে সেটা খুবই ইন্টারেস্টিং ও সুন্দর জার্নি ছিল । এখনও অনেক সুন্দর কিছুর অপেক্ষায় আমি ।"

ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতাকে বাড়িয়েছেন সইফ । তাঁর অভিজ্ঞতা, পড়াশোনা সবকিছু সাহায্য করেছে এই পরিবর্তনে । তবে শেখার কোনও অন্ত নেই । তাঁর মতে, "আমার কাছে আকাশটাই লিমিট । আমি এখনও শিখছি । শেখার কোনও শেষ নেই ।"

Saif Ali Khan on his career
.

মুম্বই : ভালো অভিনেতার তকমা পেতে বেশ কয়েক বছর সময় লেগেছিল সইফ আলি খানের । তার আগে অবধি বিখ্য়াত বাবা-মা শর্মিলা ঠাকুর ও মনসুর আলি পতৌদির ছেলে হিসেবেই পরিচিত ছিলেন সইফ । নিজের যোগ্যতায় নিজের পরিচয় গড়াটা সহজ ছিল না..তবে করে দেখিয়েছেন তিনি । পিছনে ফিরে দেখলে অনুতাপ হয় ঠিকই, তবে একটু অনুতাপ থাকা ভালো, মনে করেন সইফ ।

IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সইফ বলেন, "অবশ্যই অনুতাপ হয়, তবে খুব বেশি নয় । আমার মনে হয়, একটু অনুতাপ থাকা ভালো । তাহলেই ভুল শুধরে নতুন কিছু শেখা যায় । অনুতাপ থাকা মানেই আমরা মানুষ । এই ছোটো ছোটো অনুতাপগুলোই আমাদের জীবনকে সুন্দর করে । তাই হ্যাঁ, আমার অনুতাপ আছে, কিন্তু, সেটা খুব সিরিয়াস নয় ।"

Saif Ali Khan on his career
পরম্পরা-তে সইফ

নিজের জার্নি প্রসঙ্গে সইফ বলেন, "একটা লম্বা জার্নির মধ্যে দিয়ে এসেছি আমি । অনেক পরিশ্রম করেছি । যেহেতু খুব অল্প বয়সে শুরু করেছি , তাই এখন পিছন ফিরে তাকালে নিজেরই ক্লান্ত লাগে । মনে হয় কতটা পথ হেঁটেছি আমি ! তবে সেটা খুবই ইন্টারেস্টিং ও সুন্দর জার্নি ছিল । এখনও অনেক সুন্দর কিছুর অপেক্ষায় আমি ।"

ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতাকে বাড়িয়েছেন সইফ । তাঁর অভিজ্ঞতা, পড়াশোনা সবকিছু সাহায্য করেছে এই পরিবর্তনে । তবে শেখার কোনও অন্ত নেই । তাঁর মতে, "আমার কাছে আকাশটাই লিমিট । আমি এখনও শিখছি । শেখার কোনও শেষ নেই ।"

Saif Ali Khan on his career
.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.