রাজস্থান : JNU পড়ুয়াদের সমর্থন জানাতে ক্যাম্পাসে পৌঁছেছিলেন দীপিকা পাড়ুকোন । তারপরেই বিজেপি নেতা তেজেন্দ্র পাল দীপিকার ছবি বয়কট করার ডাক দেন । কিন্তু, এই মানসিকতার বিরোধীতা করলেন রাজস্থানের ডেপুটি চিফ মিনিস্টার সচিন পাইলট ।
সচিন পাইলট বলেন, "কেউ সরকারের পক্ষে হোক বা বিপক্ষে হোক, তার মানে এই নয় যে তাঁর সিনেমা না দেখার পরামর্শ দেওয়া হবে । আমি তো বলব এরপর ওঁর ছবি আরও বেশি করে দেখবে মানুষ । তবে এটা খুব ছোটো মানসিকতা যে, কেউ আপনার পক্ষে না হলে আপনি তাঁর ফিল্ম বয়কট করতে বলবেন ।"
তিনি আরও বলেন, "আপনি রাজনৈতিক ভাবে আপনার মত রাখুন, আপনি মতাদর্শগত বিরোধ করুন, কিন্তু এভাবে কারো সিনেমা বয়কট করার আবেদন আমি প্রথমবার দেখলাম । এক নির্বাচিত প্রতিনিধির এটা করা শোভা দেয় না ।"
সচিন বলেন যে, তিনি খুব একটা সিনেমা না দেখলেও দীপিকার 'ছপক' তো অবশ্যই দেখবেন । দেখে নিন ভিডিয়ো...