ETV Bharat / sitara

ভুয়ো বক্স অফিস কালেকশনের খবর নিয়ে সরব প্রযোজক রনি - রনি স্ক্রিুওয়ালার খবর

বক্স অফিস কালেকশনের ভুয়ো তথ্য নিয়ে সরব প্রযোজক রনি স্ক্রিুওয়ালা।

Ronnie Screwvala on false box office figures
author img

By

Published : Oct 30, 2019, 1:50 PM IST

মুম্বই : কোনও ছবি তৈরির মূল উদ্দেশ্য বক্স অফিসে ভালো বাণিজ্য করা। কনটেন্ট হোক বা সুপারস্টার, যার প্রভাবেই হোক, ভালো ব্যবসা করাটাই কোনও ছবির মূল লক্ষ্য। তাই বক্স অফিস ফিগারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিডিয়া বা প্রযোজকদের কাছে। কিন্তু, এই ফিগারকে আরও সত্যতাপূর্ণ হতে হবে, মত প্রযোজক রনি স্ক্রিুওয়ালার।

আজ রনি একটি টুইটার পোস্টের মাধ্যমে জানান যে, "বক্স অফিসের সমস্ত রিপোর্ট সঠিক ভাবে দেওয়ার সময় আসেনি? তথ্যের সত্যতা কোনও ছবির গ্রহণযোগ্যতা বাড়ায়, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সেটার খুবই দরকার।"

  • Isn’t it time everyone reports Box Office numbers accurately! @KomalNahta @taran_adarsh ... accuracy of information builds CREDIBILITY which the movie industry needs so badly ... and not sure how long-to appease egos will Studios and all keep encouraging pumped up data on numbers

    — Ronnie Screwvala (@RonnieScrewvala) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রনি আরও লিখেছেন, "জানি না কতদিন এই বাড়িয়ে দেখানো সংখ্যাগুলোকে এনকারেজ করবে স্টুডিয়ো ও অন্যান্য নির্ভরশীল ফ্যাক্টরগুলো।" শুধু তাই নয়, রনি স্ক্রিুওয়ালা তাঁর এই পোস্টটিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ও কমল নাহতাকে ট্যাগও করেছেন।

রনির এই পোস্টের জবাব হিসেবে কমল নাহতা পালটা টুইট করেছেন। লিখেছেন, "প্রযোজকরা সৎ না হলে কিছুই অর্জন করা যাবে। প্রযোজক/ডিস্ট্রিবিউটর/এক্সিবিটর-ই তথ্যের উৎস। তাঁরা যদি বাড়িয়ে বলেন, সঠিক সংখ্যা পাওয়া খুবই মুসকিল।"

  • That’s asking for too much in India in general.Nothing will be achieved till producers decide to be honest.Finally,the source of information is producers/distributors/exhibitors. If they don’t stop providing inflated figures, getting real figures will be an uphill task for anyone

    — Komal Nahta (@KomalNahta) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : কোনও ছবি তৈরির মূল উদ্দেশ্য বক্স অফিসে ভালো বাণিজ্য করা। কনটেন্ট হোক বা সুপারস্টার, যার প্রভাবেই হোক, ভালো ব্যবসা করাটাই কোনও ছবির মূল লক্ষ্য। তাই বক্স অফিস ফিগারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিডিয়া বা প্রযোজকদের কাছে। কিন্তু, এই ফিগারকে আরও সত্যতাপূর্ণ হতে হবে, মত প্রযোজক রনি স্ক্রিুওয়ালার।

আজ রনি একটি টুইটার পোস্টের মাধ্যমে জানান যে, "বক্স অফিসের সমস্ত রিপোর্ট সঠিক ভাবে দেওয়ার সময় আসেনি? তথ্যের সত্যতা কোনও ছবির গ্রহণযোগ্যতা বাড়ায়, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সেটার খুবই দরকার।"

  • Isn’t it time everyone reports Box Office numbers accurately! @KomalNahta @taran_adarsh ... accuracy of information builds CREDIBILITY which the movie industry needs so badly ... and not sure how long-to appease egos will Studios and all keep encouraging pumped up data on numbers

    — Ronnie Screwvala (@RonnieScrewvala) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রনি আরও লিখেছেন, "জানি না কতদিন এই বাড়িয়ে দেখানো সংখ্যাগুলোকে এনকারেজ করবে স্টুডিয়ো ও অন্যান্য নির্ভরশীল ফ্যাক্টরগুলো।" শুধু তাই নয়, রনি স্ক্রিুওয়ালা তাঁর এই পোস্টটিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ও কমল নাহতাকে ট্যাগও করেছেন।

রনির এই পোস্টের জবাব হিসেবে কমল নাহতা পালটা টুইট করেছেন। লিখেছেন, "প্রযোজকরা সৎ না হলে কিছুই অর্জন করা যাবে। প্রযোজক/ডিস্ট্রিবিউটর/এক্সিবিটর-ই তথ্যের উৎস। তাঁরা যদি বাড়িয়ে বলেন, সঠিক সংখ্যা পাওয়া খুবই মুসকিল।"

  • That’s asking for too much in India in general.Nothing will be achieved till producers decide to be honest.Finally,the source of information is producers/distributors/exhibitors. If they don’t stop providing inflated figures, getting real figures will be an uphill task for anyone

    — Komal Nahta (@KomalNahta) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

ভুয়ো বক্স অফিস কালেকশন নিয়ে সরব প্রযোজক রনি



বক্স অফিস কালেকশনের ভুয়ো তথ্য নিয়ে সরব প্রযোজক রনি স্ক্রিুওয়ালা।



মুম্বই : কোনও ছবি তৈরির মূল উদ্দেশ্য বক্স অফিসে ভালো বাণিজ্য করা। কনটেন্ট হোক বা সুপারস্টার, যার প্রভাবেই হোক, ভালো ব্যবসা করাটাই কোনও ছবির মূল লক্ষ্য। তাই বক্স অফিস ফিগারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিডিয়া বা প্রযোজকদের কাছে। কিন্তু, এই ফিগারকে আরও সত্যতাপূর্ণ হতে হবে, মত প্রযোজক রনি স্ক্রিুওয়ালার।



আজ রনি একটি টুইটার পোস্টের মাধ্যমে জানান যে, "বক্স অফিসের সমস্ত রিপোর্ট সঠিক ভাবে দেওয়ার সময় আসেনি? তথ্যের সত্যতা কোনও ছবির গ্রহণযোগ্যতা বাড়ায়, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সেটার খুবই দরকার।"



রনি আরও লিখেছেন, "জানি না কতদিন এই বাড়িয়ে দেখানো সংখ্যাগুলোকে এনকারেজ করবে স্টুডিয়ো ও অন্যান্য নির্ভরশীল ফ্যাক্টরগুলো।" শুধু তাই নয়, রনি স্ক্রিুওয়ালা তাঁর এই পোস্টটিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ও কমল নাহতাকে ট্যাগও করেছেন।



রনির এই পোস্টের জবাব হিসেবে কমল নাহতা পালটা টুইট করেছেন। লিখেছেন, "প্রযোজকরা সৎ না হলে কিছুই অর্জন করা যাবে। প্রযোজক/ডিস্ট্রিবিউটর/এক্সিবিটর-ই তথ্যের উৎস। তাঁরা যদি বাড়িয়ে বলেন, সঠিক সংখ্যা পাওয়া খুবই মুসকিল।" 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.