ETV Bharat / sitara

'চেন্নাই এক্সপ্রেস 2'-এর জন্য সারা-কার্তিককে চান রোহিত - কার্তিক আরিয়ান

2013 সালে রোহিত শেট্টি পরিচালিত 'চেন্নাই এক্সপ্রেস' সেই বছরের অন্যতম ব্লকবাস্টার ছবি ছিল । সেই ছবির সিকুয়েলে সারা আলি খান আর কার্তিক আরিয়ানকে চাইছেন রোহিত ।

Rohit Shetty wants Sara Ali Khan and Kartik Aryan for Chennai Express 2
Rohit Shetty wants Sara Ali Khan and Kartik Aryan for Chennai Express 2
author img

By

Published : Feb 7, 2020, 8:16 AM IST

মুম্বই : সারা-কার্তিকের প্রথম ছবি 'লভ আজ কাল' মুক্তি পেতে চলেছে 14 ফেব্রুয়ারি । ছবির ট্রেলারে সারা-কার্তিক বা ফ্যানেদের ভাষায় 'সার্তিক'-এর কেমিস্ট্রি রোহিতকে এতটা মুগ্ধ করেছে যে, তিনি 'চেন্নাই এক্সপ্রেস 2'-তে এই জুটিকেই কাস্ট করতে চান ।

সম্প্রতি একটি চ্যাট শোয়ে রোহিতকে প্রশ্ন করা হয় যে, তাঁর ব্লকবাস্টার ছবি 'চেন্নাই এক্সপ্রেস'-এর সিকুয়েলে কাকে কাস্ট করতে চান পরিচালক ? এই প্রশ্নে খোলামেলা উত্তর দিয়ে রোহিত বলেন যে, তিনি সার্তিককেই দেখতে চান ছবিতে ।

Rohit Shetty wants Sara Ali Khan and Kartik Aryan for Chennai Express 2
#সার্তিক

যদিও 'লভ আজ কাল'-এর ট্রেলারে সারা আর কার্তিকের কেমিস্ট্রি খুব একটা পছন্দ হয়নি দর্শকের । বিশেষ করে সারার অভিব্যক্তিহীন অভিনয় নিয়ে সমালোচনা কম হয়নি । সইফ আলি খান, যিনি 'লভ আজ কাল'-এর প্রথম ইনস্টলমেন্টে অভিনয় করেছিলেন, তিনিও পাবলিকলি জানিয়েছেন যে, নতুন ট্রেলারের থেকে পুরোনো ট্রেলারটাই বেশি ভালো লেগেছিল তাঁর ।

অনস্ক্রিনে যা-ই হোক না কেন, সার্তিকের অফস্ক্রিন কেমিস্ট্রি বেশ গ্রহণযোগ্য দর্শকের কাছে । শুধু দর্শক নয়, বলিউডের হিট মাস্টার রোহিত শেট্টিও মজেছেন তাঁদের কেমিস্ট্রিতে । আর তাই শাহরুখ-দীপিকা অভিনীত সেই রমকমের সিকুয়েলে সার্তিককেই কাস্ট করতে চান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সারা আর কার্তিকের ঝুলিতে আপাতত অনেক কাজ । ডেভিড ধাওয়ানের 'কুলি নম্বর ওয়ান' আর আনন্দ এল.রাইয়ের 'অতরঙ্গী রে' ছবিতে দেখা যাবে সারাকে । অন্যদিকে 'দোস্তানা 2' ও 'ভুলভুলাইয়া'-র সিকুয়েলে অভিনয় করছেন কার্তিক ।

মুম্বই : সারা-কার্তিকের প্রথম ছবি 'লভ আজ কাল' মুক্তি পেতে চলেছে 14 ফেব্রুয়ারি । ছবির ট্রেলারে সারা-কার্তিক বা ফ্যানেদের ভাষায় 'সার্তিক'-এর কেমিস্ট্রি রোহিতকে এতটা মুগ্ধ করেছে যে, তিনি 'চেন্নাই এক্সপ্রেস 2'-তে এই জুটিকেই কাস্ট করতে চান ।

সম্প্রতি একটি চ্যাট শোয়ে রোহিতকে প্রশ্ন করা হয় যে, তাঁর ব্লকবাস্টার ছবি 'চেন্নাই এক্সপ্রেস'-এর সিকুয়েলে কাকে কাস্ট করতে চান পরিচালক ? এই প্রশ্নে খোলামেলা উত্তর দিয়ে রোহিত বলেন যে, তিনি সার্তিককেই দেখতে চান ছবিতে ।

Rohit Shetty wants Sara Ali Khan and Kartik Aryan for Chennai Express 2
#সার্তিক

যদিও 'লভ আজ কাল'-এর ট্রেলারে সারা আর কার্তিকের কেমিস্ট্রি খুব একটা পছন্দ হয়নি দর্শকের । বিশেষ করে সারার অভিব্যক্তিহীন অভিনয় নিয়ে সমালোচনা কম হয়নি । সইফ আলি খান, যিনি 'লভ আজ কাল'-এর প্রথম ইনস্টলমেন্টে অভিনয় করেছিলেন, তিনিও পাবলিকলি জানিয়েছেন যে, নতুন ট্রেলারের থেকে পুরোনো ট্রেলারটাই বেশি ভালো লেগেছিল তাঁর ।

অনস্ক্রিনে যা-ই হোক না কেন, সার্তিকের অফস্ক্রিন কেমিস্ট্রি বেশ গ্রহণযোগ্য দর্শকের কাছে । শুধু দর্শক নয়, বলিউডের হিট মাস্টার রোহিত শেট্টিও মজেছেন তাঁদের কেমিস্ট্রিতে । আর তাই শাহরুখ-দীপিকা অভিনীত সেই রমকমের সিকুয়েলে সার্তিককেই কাস্ট করতে চান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সারা আর কার্তিকের ঝুলিতে আপাতত অনেক কাজ । ডেভিড ধাওয়ানের 'কুলি নম্বর ওয়ান' আর আনন্দ এল.রাইয়ের 'অতরঙ্গী রে' ছবিতে দেখা যাবে সারাকে । অন্যদিকে 'দোস্তানা 2' ও 'ভুলভুলাইয়া'-র সিকুয়েলে অভিনয় করছেন কার্তিক ।

Intro:Body:

'চেন্নাই এক্সপ্রেস 2'-এর জন্য সারা-কার্তিককে চান রোহিত





2013 সালে রোহিত শেট্টি পরিচালিত 'চেন্নাই এক্সপ্রেস' সেই বছরের অন্যতম ব্লকবাস্টার ছবি ছিল । সেই ছবির সিকুয়েলে সারা আলি খান আর কার্তিক আরিয়ানকে চাইছেন রোহিত ।



মুম্বই : সারা-কার্তিকের প্রথম ছবি 'লভ আজ কাল' মুক্তি পেতে চলেছে 14 ফেব্রুয়ারি । ছবির ট্রেলারে সারা-কার্তিক বা ফ্যানেদের ভাষায় 'সার্তিক'-এর কেমিস্ট্রি রোহিতকে এতটা মুগ্ধ করেছে যে, তিনি 'চেন্নাই এক্সপ্রেস 2'-তে এই জুটিকেই কাস্ট করতে চান ।



সম্প্রতি একটি চ্যাট শোয়ে রোহিতকে প্রশ্ন করা হয় যে, তাঁর ব্লকবাস্টার ছবি 'চেন্নাই এক্সপ্রেস'-এর সিকুয়েলে কাকে কাস্ট করতে চান পরিচালক ? এই প্রশ্নে খোলামেলা উত্তর দিয়ে রোহিত বলেন যে, তিনি সার্তিককেই দেখতে চান ছবিতে ।



যদিও 'লভ আজ কাল'-এর ট্রেলারে সারা আর কার্তিকের কেমিস্ট্রি খুব একটা পছন্দ হয়নি দর্শকের । বিশেষ করে সারার অভিব্যক্তিহীন অভিনয় নিয়ে সমালোচনা কম হয়নি । সইফ আলি খান, যিনি 'লভ আজ কাল'-এর প্রথম ইনস্টলমেন্টে অভিনয় করেছিলেন, তিনিও পাবলিকলি জানিয়েছেন যে, নতুন ট্রেলারের থেকে পুরোনো ট্রেলারটাই বেশি ভালো লেগেছিল তাঁর ।



অনস্ক্রিনে যা-ই হোক না কেন, সার্তিকের অফস্ক্রিন কেমিস্ট্রি বেশ গ্রহণযোগ্য দর্শকের কাছে । শুধু দর্শক নয়, বলিউডের হিট মাস্টার রোহিত শেট্টিও মজেছেন তাঁদের কেমিস্ট্রিতে । আর তাই শাহরুখ-দীপিকা অভিনীত সেই রমকমে সার্তিককেই কাস্ট করতে চান 'চেন্নাই এক্সপ্রেস 2'-তে ।



সারা আর কার্তিকের ঝুলিতে আপাতত অনেক কাজ । ডেভিড ধাওয়ানের 'কুলি নম্বর ওয়ান' আর আনন্দ এল.রাইয়ের 'অতরঙ্গী রে' ছবিতে দেখা যাবে সারাকে । অন্যদিকে 'দোস্তানা 2' ও 'ভুলভুলাইয়া'-র সিকুয়েলে অভিনয় করছেন কার্তিক ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.