মুম্বই : টলিউড হোক বা বলিউড, পাপারাৎজ়ি বা ভিডিয়োগ্রাফারদের আলাদা কোনও ফোরাম হয় না । তাঁদের নেই কোনও ফিল্ম অ্যাসোসিয়েশনের সঙ্গ বা ট্রেড ইউনিয়ন । তাই তাঁদের হয়ে গলা তুলবে কে ? রয়েছেন রোহিত শেট্টির মতো হাতেগোনা কিছু মানুষ ।
ইন্ডাস্ট্রির ফ্রিলান্সার মিডিয়া ভিডিয়োগ্রাফারদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ট্রান্সফার করেছেন রোহিত । অসহায় মানুষগুলোর মুখে একটু তো হাসি ফুটল ।
এর আগে রোহিত জানিয়েছিলেন যে, তাঁর সঞ্চালিত শো 'খতরোঁ কি খিলাড়ি'-র পারিশ্রমিকের একটা অংশ ইন্ডাস্ট্রির জুনিয়র আর্টিস্ট, ব্যাকগ্রাউন্ড ডান্সার, স্টান্টম্যান, লাইটম্যানদের মতো কর্মীদের জন্য় খরচ করবেন তিনি ।
তবে এই প্রথমবার নয়, লকডাউনের ফলে দিন আনি দিন খাই মানুষগুলোর পাশে আগেই দাঁড়িয়েছেন রোহিত । ডেইলি ওয়েজ ওয়ার্কারদের হাতে তুলে দিয়েছেন 51 লক্ষ টাকা । সাহায্য করেছেন FWICE-এর আর্টিস্টদের ।