ETV Bharat / sitara

"সুশান্ত রাজপুত হলে আত্মহত্যা করতেন না", মন্তব্য RJD নেতার

author img

By

Published : Sep 17, 2020, 10:41 PM IST

সুশান্তের মৃত্যু নিয়ে অরুণ যাদব বলেন, "মহারানা প্রতাপের মতো রাজপুতরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যায় । তাঁরা সুশান্ত সিং রাজপুতের মতো কখনও হাল ছাড়েন না । তাঁর মৃত্যুতে আমরা শোকাহত । কিন্তু, আমার ভেবে ভয় লাগছে যে উনি রাজপুত ছিলেন না । রাজপুত হলে ওঁর লড়াই করা উচিত ছিল ।"

asd
asd

মুম্বই : সুশান্ত সিং রাজপুত কখনই রাজপুত হতে পারেন না । কারণ রাজপুতরা মহারানা প্রতাপের বংশধর, তাঁরা কখনওই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারেন না । এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) বিধায়ক অরুণ যাদব । আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে ।

RJD বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । আর তাঁর এই মন্তব্য আসন্ন বিহার নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে অনুমান রাজনৈতিক মহলের ।

সুশান্তের মৃত্যু নিয়ে অরুণ যাদব বলেন, "মহারানা প্রতাপের মতো রাজপুতরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যায় । তাঁরা সুশান্ত সিং রাজপুতের মতো কখনও হাল ছাড়েন না । তাঁর মৃত্যুতে আমরা শোকাহত । কিন্তু, আমার ভেবে ভয় লাগছে যে উনি রাজপুত ছিলেন না । রাজপুত হলে ওঁর লড়াই করা উচিত ছিল ।"

RJD বিধায়কের এই বক্তব্যের আঁচ নিমেষেই ছড়িয়ে পড়ে বিহারের রাজনৈতিক মহলে । ওই মন্তব্যের জন্য অরুণ যাদবকে বিহারের মানুষ ও সুশান্তের অনুরাগীদের কাছে ক্ষমা চাইতে বলেন JDU নেতা রাজীব রঞ্জন প্রসাদ ।

BJP-র তরফেও এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে । মুখপাত্র নিখিল আনন্দ বলেন, "এটা RJD নেতাদের স্বভাবসিদ্ধ দোষ । আমরা চাই তেজস্বী যাদব এই মামলায় নিজের অবস্থান স্পষ্ট করুন ।"

এরপর RJD মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, "যাঁরা সুশান্তের ন্যায় বিচার দাবি করছেন তাঁদের মধ্যে অন্যতম আমাদের নেতা তেজস্বী যাদব । এই ঘটনার প্রাথমিক পর্যায়ে তিনি CBI তদন্তের দাবি জানিয়েছিলেন ।"

মুম্বই : সুশান্ত সিং রাজপুত কখনই রাজপুত হতে পারেন না । কারণ রাজপুতরা মহারানা প্রতাপের বংশধর, তাঁরা কখনওই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারেন না । এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় জনতা দলের (RJD) বিধায়ক অরুণ যাদব । আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ফের নতুন বিতর্ক শুরু হয়েছে ।

RJD বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । আর তাঁর এই মন্তব্য আসন্ন বিহার নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে অনুমান রাজনৈতিক মহলের ।

সুশান্তের মৃত্যু নিয়ে অরুণ যাদব বলেন, "মহারানা প্রতাপের মতো রাজপুতরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যায় । তাঁরা সুশান্ত সিং রাজপুতের মতো কখনও হাল ছাড়েন না । তাঁর মৃত্যুতে আমরা শোকাহত । কিন্তু, আমার ভেবে ভয় লাগছে যে উনি রাজপুত ছিলেন না । রাজপুত হলে ওঁর লড়াই করা উচিত ছিল ।"

RJD বিধায়কের এই বক্তব্যের আঁচ নিমেষেই ছড়িয়ে পড়ে বিহারের রাজনৈতিক মহলে । ওই মন্তব্যের জন্য অরুণ যাদবকে বিহারের মানুষ ও সুশান্তের অনুরাগীদের কাছে ক্ষমা চাইতে বলেন JDU নেতা রাজীব রঞ্জন প্রসাদ ।

BJP-র তরফেও এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে । মুখপাত্র নিখিল আনন্দ বলেন, "এটা RJD নেতাদের স্বভাবসিদ্ধ দোষ । আমরা চাই তেজস্বী যাদব এই মামলায় নিজের অবস্থান স্পষ্ট করুন ।"

এরপর RJD মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, "যাঁরা সুশান্তের ন্যায় বিচার দাবি করছেন তাঁদের মধ্যে অন্যতম আমাদের নেতা তেজস্বী যাদব । এই ঘটনার প্রাথমিক পর্যায়ে তিনি CBI তদন্তের দাবি জানিয়েছিলেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.