ETV Bharat / sitara

হাসপাতাল থেকে সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হবে ঋষি কাপুরের দেহ - ঋষি কাপুরের খবর

হাসপাতাল থেকে সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হবে ঋষি কাপুরের দেহ । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

rishi kapoor to crematorium
rishi kapoor to crematorium
author img

By

Published : Apr 30, 2020, 4:17 PM IST

মুম্বই : মুম্বইয়ের HN রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল, যেখানে ভরতি ছিলেন ঋষি কাপুর,সেখানকার নিকটবর্তী শ্মশানে নিয়ে যাওয়া হবে অভিনেতার দেহ । আজ 4 টের মধ্য়েই সেখানে হবে ঋষির শেষকৃত্য ।

মুম্বই পুলিশ ঋষি কাপুরের পরিবারকে অনুরোধ করেছে যাতে এই লকডাউনের মধ্য়ে অভিনেতার দেহ বাড়িতে না নিয়ে যাওয়া হয় । তাই মেরিন লাইনস চন্দনওয়াড়ি চত্বরের এক শ্মশানে সরাসরি নিয়ে যাওয়া হবে তাঁর নিথর দেহ ।

লিউকেমিয়ায় প্রায় দু'বছর ধরে ভুগছিলেন ঋষি । নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন অভিনেতা । শুটিংও শুরু করেন । তবে শরীরটা ভিতরে ভিতরে ভেঙে গেছিল । তাই গত কয়েকমাস ধরে বারবার হাসপাতালে ভরতি হচ্ছিলেন ঋষি ।

মেয়ে ঋধিমা এখন দিল্লিতে । বাবার প্রয়াণে শোকস্তব্ধ সে । বাবাকে শেষ দেখা দেখতে পুলিশের কাছে স্পেশাল পারমিশন নিয়ে 1400 কিলোমিটার জার্নি করে সড়কপথে মুম্বই আসছেন তিনি ।

নীতু কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর, সইফ আলি খানের মতো নিকটাত্মীয়রা রয়েছেন হাসপাতালে । শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা ।

মুম্বই : মুম্বইয়ের HN রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটাল, যেখানে ভরতি ছিলেন ঋষি কাপুর,সেখানকার নিকটবর্তী শ্মশানে নিয়ে যাওয়া হবে অভিনেতার দেহ । আজ 4 টের মধ্য়েই সেখানে হবে ঋষির শেষকৃত্য ।

মুম্বই পুলিশ ঋষি কাপুরের পরিবারকে অনুরোধ করেছে যাতে এই লকডাউনের মধ্য়ে অভিনেতার দেহ বাড়িতে না নিয়ে যাওয়া হয় । তাই মেরিন লাইনস চন্দনওয়াড়ি চত্বরের এক শ্মশানে সরাসরি নিয়ে যাওয়া হবে তাঁর নিথর দেহ ।

লিউকেমিয়ায় প্রায় দু'বছর ধরে ভুগছিলেন ঋষি । নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন অভিনেতা । শুটিংও শুরু করেন । তবে শরীরটা ভিতরে ভিতরে ভেঙে গেছিল । তাই গত কয়েকমাস ধরে বারবার হাসপাতালে ভরতি হচ্ছিলেন ঋষি ।

মেয়ে ঋধিমা এখন দিল্লিতে । বাবার প্রয়াণে শোকস্তব্ধ সে । বাবাকে শেষ দেখা দেখতে পুলিশের কাছে স্পেশাল পারমিশন নিয়ে 1400 কিলোমিটার জার্নি করে সড়কপথে মুম্বই আসছেন তিনি ।

নীতু কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর, সইফ আলি খানের মতো নিকটাত্মীয়রা রয়েছেন হাসপাতালে । শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.