মুম্বই : বাপ্পি লাহিড়ির সোনাপ্রীতির কথা সবাই জানেন। তাঁকে নিয়ে তাই তৈরি হয় অজস্র মিম, প্র্যাক্টিকাল জোক। কিন্তু, ধনতেরাসে ঋষি কাপুর যে একটা বাপ্পি লাহিড়ির ছবি তুলে দেবেন, সেটা বোধহয় কেউ ভাবেননি।
হ্যাঁ ঋষি কাপুর সেটাই করেছেন। সোশাল মিডিয়ায় ভক্তদের ধনতেরাসের শুভেচ্ছা জানানোর জন্য তিনি এই বিখ্যাত সুরকারের একটা ছবি তুলে দিলেন। সোনায় মোড়া বাপ্পি লাহিড়ির ছবিটির উপর লেখা 'হ্যাপি ধনতেরাস'।
ছবিটির ক্যাপশনে ঋষি লিখেছেন, "আমার বন্ধু বাপ্পি লাহিড়ি"। দেখে নিন সেই পোস্ট...
-
My friend Bappi Lahiri! pic.twitter.com/vY5UgCvYZc
— Rishi Kapoor (@chintskap) October 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My friend Bappi Lahiri! pic.twitter.com/vY5UgCvYZc
— Rishi Kapoor (@chintskap) October 25, 2019My friend Bappi Lahiri! pic.twitter.com/vY5UgCvYZc
— Rishi Kapoor (@chintskap) October 25, 2019
নিউ ইয়র্ক থেকে ক্যানসার সারিয়ে এই সদ্য দেশে ফিরেছেন ঋষি কাপুর। খুব তাড়াতাড়ি তিনি শুরু করবেন তাঁর পরবর্তী শুটিংয়ের কাজ।